পিএইচইর পাঁচটি প্রকল্পের উদ্বোধন সোনাই বিধায়কের

বরাক তরঙ্গ, ৫ ডিসেম্বর : একইদিনে সোনাইয়ে বেশ কয়েকটি পিএইচই প্রকল্পের উদ্বোধন করলেন বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া ওরফে সাজু। সোমবার দিনভর চারটি পুনর্নির্মিত ও একটি নতুন প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এদিন সোনাবাড়িঘাটে ৭৩ লক্ষ টাকা ব্যয়ে পুনর্নির্মিত সোনাবাড়িঘাট পানীয়জল প্রকল্পের উদ্বোধন করেন। এতে উপস্থিত ছিলেন বিভাগীয় এসডিও দেবদুলাল দাস, সাইড ইঞ্জিনিয়ার এসইউ লস্কর, পিএইচই কমিটির সভাপতি আজিজুর রহমান চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক তাজ উদ্দিন বড়ভরইয়া, সোনাই যুব ইউডিফের সভাপতি জাকির হোসেন লস্কর, স্থানীয় জিপির উপ সভাপতির প্রতিনিধি হামিদুল হক চৌধুরী প্রমুখ।
 

পিএইচইর পাঁচটি প্রকল্পের উদ্বোধন সোনাই বিধায়কের

এরপর সোনাবাড়িঘাট প্রথম ও দ্বিতীয় খণ্ডের মধ্যবর্তীতে ৫১ লক্ষ ৩০ হাজার টাকা ব্যয়ে পুনর্নির্মাণ পানীয় জল প্রকল্পের উদ্বোধন করেন বিধায়ক। গোবিন্দনগর প্রথম খণ্ডে ১ কোটি ৩১ লক্ষ টাকা ব্যয়ে নতুন প্রকল্পের উদ্বোধন করেন তিনি। বিকেলে চান্দপুরে ৪২ লক্ষ ৭৫ হাজার টাকা ও কাজিডহর দ্বিতীয় খণ্ডে ৬৪ লক্ষ ৬০ হাজার টাকা ব্যয়ে পুনর্নির্মিত দুটি প্রকল্পের দারোদ্ঘাটন করেন বিধায়ক সাজু।
প্রতিবেদক : বাপন লস্কর, সোনাই।

পিএইচইর পাঁচটি প্রকল্পের উদ্বোধন সোনাই বিধায়কের

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *