পাথারকা‌ন্দিতে চার দিন পুলিশের বি‌শেষ রাই‌ডিং স্কোয়ার্ড, বিসর্জন ঘাট পরিদর্শন সার্কল প্রশাসনের

বরাক তরঙ্গ, ২৯ সেপ্টেম্বর : করিমগঞ্জ জেলার পাথারকা‌ন্দি‌র বিসর্জন ঘাট পরিদর্শন সার্কল সহ পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার পাথারকান্দি থানার ইন্সপেক্টর ও‌সি সমর‌জিৎ বসুমাতা‌রি‌কে সঙ্গে নি‌য়ে পাথারকান্দির লঙ্গাই নদীর বিসর্জন ঘাটের হাল হ‌কিকৎ স‌রেজ‌মি‌নে খতিয়ে দেখলেন সার্কল অফিসার অর্পিতা দত্তমজুমদার। এতে তিনি বিসর্জন ঘা‌টের প‌রিকাঠামো সহ আশপা‌শের প‌রি‌বেশ খ‌তি‌য়ে দে‌খে সব‌কিছু শীঘ্রই ঠিকঠাক করতে সং‌শ্লিষ্ট বিভাগ‌কে নির্দেশ দেন। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে এ‌দিন বিসর্জন ঘা‌টের আশপা‌শে থাকা ব্যবসায়ীদের বাঁশ সাম‌য়িক ভা‌বে কয়‌দি‌নের জন্য অন্যত্র স‌রি‌য়ে নেবার নির্দেশও দেন। এছাড়া রাতে বিসর্জন পর্ব সারতে ঘাটের চারিপাশে পর্যাপ্ত পরিমানের আলোর ব্যবস্থা করা সহ নিরাপত্তার দিকটিও খতিয়ে দেখে সু্ব্যবস্থার বন্দোবস্ত ক‌রে দেন।

পাথারকা‌ন্দিতে চার দিন পুলিশের বি‌শেষ রাই‌ডিং স্কোয়ার্ড, বিসর্জন ঘাট পরিদর্শন সার্কল প্রশাসনের

এ মর্মে ও‌সি সমর‌জিৎ সংবাদ মাধ্যমকে জানান, গোটা এলাকায় শা‌ন্তিপূর্ণ ভা‌বে শারদ উৎসব সম্পন্ন কর‌তে ই‌তিম‌ধ্যে সা‌র্কল প্রশাসন কর্তৃক বি‌শেষ সভা ডেকে সবাই প্রয়োজ‌নীয় বিষ‌য়ে জা‌নি‌য়ে দেওয়া হ‌য়ে‌ছে। এ‌তে প্রবীণ নাগরিক বিভিন্ন পুজো কমিটির সদস্য সরকারি বিভিন্ন বিভাগের কর্মী পুলিশ প্রশাসন ও স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন। এছাড়া ওসি সমরজিৎ বাবুর এও বলেন, পু‌জোর চারদিন প্রতি‌টি প্যান্ডে‌লে প্যা‌ন্ডে‌লে কড়া নজরদা‌রি সহ শহরের ট্রা‌ফিক সমস্যা সামলা‌তে প্রশাসন প্রস্তুত র‌য়ে‌ছে। পাশাপা‌শি ড্রাই ডে ঘোষনা করা হবে।এতে পু‌জো‌তে আন‌ন্দের নামে কোন ধরনের বেল্লাপনা বরদাস্ত করা হ‌বে না। পুজো চলাকালীন সময় চার দিন পুলিশের বি‌শেষ রাই‌ডিং স্কোয়ার্ড নিয়‌মিত চক্কর কাট‌বে এলাকার  জনবহুল বিভিন্ন স্থানে। সর্বপরি শান্তিপূর্ণ ভাবে এবারও পাথারকা‌ন্দি‌তে শারদ উৎসব শে‌ষে বিসর্জন প্রক্রিয়া নি‌র্বিঘ্নে সম্পন্ন কর‌তে প্রস্তু‌তির কোন খামতি রাখতে চাইছে না প্রশাস‌ন।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *