পাথারকান্দি সরকারি কার্যালয় ও স্কুলে কর্মবিরতি

বরাক তরঙ্গ, ২২ আগস্ট : নতুন পেনশন নীতি বাতিলের দাবিতে সারা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে সোমবার পাথারকান্দিরতেও সরকারি কর্মচারীরা কর্মবিরতি পালন করেন। এ দিন পাথারকান্দির ঐতিহ্যবাহী সরকারি মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক-কর্মচারী সরকারের নতুন পেনশন নীতি বাতিল করে পুরোনো পেনশন বহাল রাখার জোরালো দাবি জানান। তারা এই দাবি সম্মিলিত প্লে-কার্ড হাতে হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে কাঁপিয়ে তুলেন স্কুল চত্বর। ফলে স্কুলের একাংশ কাজকর্ম অচল হয়ে পড়ে।  এদিনের কর্মবিরতিতে স্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের মধ্যে উপস্থিত ছিলেন রাম নন্দী, বাপ্পা দে, আলতাফ উদ্দিন, গৌরী শংকর কৈরী, মানস চক্রবর্তী, আশাদীন ছেত্রী, পারমিতা নাথ, অমৃতা সিনহা, নিভা সিনহা, পূর্ণিমারাণি দাস, আব্দুর রহমান বড়ভূইয়া, রুমি নাথ প্রমুখ। 

একইভাবে এদিন বৃহত্তর পাথারকান্দি সার্কল এলাকায় অন্যান্য সরকারি বিভাগগুলোতে ও একইভাবে কর্মচারীদের এই পেনশন নীতি বাতিলের দাবিতে পৃথক পৃথকভাবে কর্মবিরতি পালন করার হয় বলে খবর পাওয়া গেছে। 
প্রতিবেদক : মোহাম্মদ জনি, পাথারকান্দি।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *