পাথারকান্দিতে ১৪ পুলিশ কর্মী আক্রান্ত, হাসপাতালের চিকিৎসক পজিটিভ

মেলা নিয়ে বাড়ছে আতঙ্ক জনমনে

বরাক তরঙ্গ, ১৭ জানুয়ারি : পাথারকান্দি হাসপাতালের এসডিপিএম ডাঃ প্রদীপ দে করোনায় আক্রান্ত হলেন। এ ছাড়া ১৪ জন পুলিশ কর্মী সহ পাথারকান্দিতে করোনা আক্রান্ত ৪৪ জন। এর মধ্যে রয়েছেন মুন্ডমালা মাঠে বিবেকানন্দ মেলার সঙ্গে যুক্ত এক যুবকও। উক্ত মেলা‌র সংস্প‌র্শে এ‌সে প‌নে‌রো জন পু‌লিশ কর্মী সহ এক মেলা কর্মী আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। এনিয়ে ব্যাপক আতঙ্ক ছ‌ড়ি‌য়ে প‌ড়ে‌ছে স্থানীয় জনমনে। জানা যায়, এই মেলার সঙ্গে যুক্ত কলকাতার মুর্শিদাবাদ থেকে আসা বছর চ‌ব্বিশের এক যুবক স্থানীয় হাসপাতালে ক‌রোনার ভ‌্যাক‌সিন নি‌তে গে‌লে তার র‌্যাট টেস্টে ধরা প‌ড়ে ক‌রোনার উপ‌স্থি‌তি। একই ভাবে মেলায় ডিউটি করা স্থানীয় বেশ ক’জন পু‌লিশ কর্মী

পাথারকান্দিতে ১৪ পুলিশ কর্মী আক্রান্ত, হাসপাতালের চিকিৎসক পজিটিভ

সহ তা‌দের সংস্প‌র্শে এ‌সে মোট ১৪ জন পুলিশকর্মীর দেহে কোভিড পজিটিভের সন্ধান পাওয়া যায়। ই‌তিপূ‌র্বে পাথারকা‌ন্দির চৌদ্দ জন সেনা কর্মী ক‌রোনায় আক্রান্ত হন। এ‌রম‌ধ্যে পাথারকা‌ন্দির মুন্ডমালা খেলার মা‌ঠে এই মেলা আনুষ্ঠানিক ভা‌বে উদ্বোধন হয় ১২ জানুয়ারি। উদ্বোধনের দিন থেকেই স্থানীয় সচেতন মহল, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ পাথারকান্দি বিষ্ণুপ্রিয়া মণিপুরি ইয়ং ব্রিগেডের কর্মকর্তারা বর্তমান করোনার তৃতীয় ঢেউয়ের সময় মেলা অনুষ্ঠিত করা নিয়ে প্রশ্ন উত্থাপন করে আস‌ছি‌লেন। বর্তমানে মেলার নেপ‌থ্যে চু‌টি‌য়ে চল‌ছে জুয়ার আসরও এমন ভিডিও ভাইরাল হয়েছে। এছাড়াও মেলা কোভিড বিধি অমান্য করে ভিড় জমছে। প্রতিবেদক : মোহাম্মদ জনি, পাথারকান্দি।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *