পাথারকান্দিতে পড়ুয়াদের ভ্যাকসিন প্রদানের কাজ শুরু

বরাক তরঙ্গ, ৪ জানুয়ারি : পাথারকান্দির শিক্ষা খণ্ডের  ৪৭ টি স্কুলের পড়ুয়াদের মধ্যে ভ্যাকসিন প্রদানের কাজ শুরু হল
সোমবার থেকে পাথারকান্দিতে ও শুরু হল ১৫-১৮ বয়সী পড়ুয়াদের কোভিড ভ্যাকসিন প্রদান অভিযান। প্রথমদিন এই অভিযানের অংগ হিসেবে পাথারকান্দি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অধীনে পাথারকান্দি কলেজে আনুষ্ঠানিক ভাবে এই ভ্যাকসিন প্রদান অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন হাসপাতালের এসডিএমও ডাঃ প্রদীপ দে। প্রথম দিনে উক্ত কলেজের ১৫-১৮ বছরের ৫৫০ জন কলেজ পড়ুয়াদের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়ার অভিযান চালিয়ে এরমধ্যে মোট ২৯১ জনকে কোভিড ভ্যাকসিন প্রদান করা হয়।

সরকারি নির্দেশ মতে, আগামী ৯ জানুয়ারি পর্যন্ত বৃহত্তর পাথারকান্দির মোট ৪৭ টি সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৫২২ জন পড়ুয়াদের মধ্যে এই বিশেষ টিকা প্রদান অভিযান চলবে। এতে ১৫-১৮ বছরের প্রত্যেক পড়ুয়াদের সংশ্লিষ্ট বিদ্যালয়ে কোভিড টিকা নেওয়ার জন্য আধারকার্ড, সংশ্লিষ্ট বিদ্যালয়ের আইডি কার্ড, রেশনকার্ড ও অভিভাবকদের মোবাইল নম্বর সঙ্গে নিয়ে আসতে হবে।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, পাথারকান্দি।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *