পাথাকান্দিতে মিশন বসুন্ধরা প্রকল্পে নয়ছ‌য়, মামলা সা‌র্কল কর্তার

বরাক তরঙ্গ, ২৫ ফেব্রুয়ারি : পাথারকান্দিতে এমজিএনরেগা মেটেরিয়াল খাতে দুর্নীতি সহ গ্রামীন সড়ক নির্মাণ, জলজীবন মিশন, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প বণ্টনের ক্ষেত্রে ও ব্যাপক  দুর্নীতি সংঘটিত হয়েছে বলে অভিযোগও রয়েছে। আর এসব দুর্নীতির কাহিনি  প্রকাশে আসার পর এবার বেরিয়ে এলো মিশন বসুন্ধরা প্রকল্পে দুুুর্নীতি চিত্র। মিশন বসুন্ধরা প্রকল্পে নছ‌য়ের অ‌ভি‌যো‌গে অভিযুক্তদের বিরু‌দ্ধে পাথারকান্দি থানায় একটি মামলা দায়ের করলেন পাথারকা‌ন্দির সা‌র্কলের ভারপ্রাপ্ত অফিসার সঞ্জু দাস। এ নিয়ে সার্কল কর্তা শুক্রবার সাংবাদিকদের ডে‌কে জানান, আছিমগঞ্জ জিপির সচিবের স্বাক্ষর জাল করে ‌মিশন বসুন্ধরা প্রক‌ল্পের অনলাইন পোর্টা‌লে ‌বি‌ভিন্ন ন‌থিপত্র আপলোড করা হয়েছে। এ ঘটনা প্রকাশ‌্য আসায় তিনি আছিমগঞ্জ জিপি সচিব মনোজকুমার সিনহা জিপিসি তথা প্রাক্তন ভারপ্রাপ্ত জিপি সচিব রাজেশকান্তি দাস সহ সংশ্লিষ্ট জিপির সভাপতিকে জানালে জিপি সচিব সহ ল‌্যান্ড রে‌জিস্টার স্টা‌ফরা পাল্টা লি‌খিত ভা‌বে সু‌বিচা‌রের দা‌বি‌ জা‌নন। এবং নথিতে দেওয়া স্বাক্ষর তার নয় বলে দাবি করেন জিপি সচিব। পরে পু‌রো বিষয়‌টির তদ‌ন্তের দা‌বি‌তে এ‌দিনই স্থানীয় থানায় সা‌র্কেল প্রশাস‌নের প‌ক্ষে এক লি‌খিত এজাহার দায়ের করা হয়।ইতিমধ্যে পু‌লিশ মামলাটি ন‌থিভুক্ত ক‌রে তদ‌ন্তে শুরু করে দিয়েছে এ সংবাদ সংগ্রহ পর্যন্ত ধরপাক‌ড়ের কোন খবর নেই।প্রদত্ত মামলায় ন‌থি জা‌লিয়া‌তি কা‌ন্ডে জ‌ড়িত থাকার স‌ন্দে‌হে জি‌পির বা‌সিন্দা রশিদ আহমেদ আব্দুল মুকিত আজিজুর রহমান, কুলসোমা বিবি, ফুরকান আহমেদ প্রমুখ‌কে দা‌য়ি করা হয়।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, পাথারকান্দি।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *