পাওয়ার গ্রিডকে সাধুবাদ শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটির

বরাক তরঙ্গ, ১৮ ফেব্রুয়ারি : পাওয়ার গ্রিড করপোরেশনের সিএসআর প্রকল্পের অধীনে শিলচর সিভিল হাসপাতালে আইসিইউ সরঞ্জাম, আধুনিক যন্ত্রপাতি সহ এএলএস অ্যাম্বুলেন্স ও ব্লাড ব্যাঙ্কের জন্য গাড়ি প্রদান করাকে স্বাগত জানিয়েছে শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটি। কমিটির পক্ষ থেকে এক প্রেস বার্তায় জানানো হয় যে দাবি কমিটির আন্দোলন শুরু হওয়ার পর থেকে চরম অবহেলার শিকার সিভিল হাসপাতালের উপর জেলা প্রশাসনের দৃষ্টি পড়েছে। দীর্ঘ বছর থেকে জঞ্জালে পরিপূর্ণ সিভিল হাসপাতালকে পরিষ্কার করার দাবি জানানোর পর প্রথমে পুরসভা থেকে শ্রমিক পাঠিয়ে দাবি কমিটির তত্বাবধানে সাফাই অভিযান চালানো হয়। এছাড়াও শূন্য পদে চিকিৎসক নিয়োগ সহ আধুনিক পরিকাঠামো উন্নয়নের দাবি জানিয়ে রাজ্য সরকার, জেলাশাসক ও চিকিৎসা বিভাগের যুগ্ম সঞ্চালকের নিকট স্মারকপত্র প্রদান সহ আন্দোলন সংগঠিত করার পর পাঁচজন চিকিৎসক সহ দন্ত বিভাগের পরিকাঠামো উন্নয়নের ব্যবস্থা নেওয়া হয়। বর্তমানে দাবি কমিটির পক্ষ থেকে সিভিল হাসপাতালকে তিন’শ শয্যার হাসপাতাল নির্মাণ সহ আধুনিকীকরণের দাবিতে স্বাক্ষর অভিযান চালানো হচ্ছে এবং স্বাক্ষর অভিযানের অন্যতম দাবি আইসিইউ স্থাপনও রয়েছে।

পাওয়ার গ্রিডকে সাধুবাদ শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটির

জেলাশাসকের প্রচেষ্টায় এই দাবি আংশিক সফল হলেও যতদিন পর্যন্ত তিন’শ শয্যার হাসপাতাল নির্মাণ হচ্ছে না ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া  হবে বলে ঘোষণা করা হয়েছে দাবি কমিটির পক্ষ থেকে। এছাড়াও দাবি কমিটির পক্ষ থেকে বলা হয় যে সিভিল হাসপাতালে জল নিকাশি ব্যবস্থা অতি নিম্নমানের থাকায় বর্ষাকালে জমাজলে নাকাল হতে হয়। দাবি কমিটির পক্ষ থেকে তাই নতুনভাবে অতি সত্বর তা নির্মাণের দাবি হাসপাতালের কর্তৃপক্ষ সহ প্রশাসনকে জানানো হলেও এখনও কোন পরিকল্পনা গ্রহণের সংবাদ নেই। তাই দাবি কমিটি পুনরায় বর্ষার আগে নিকাশি ব্যবস্থা নতুন করে নির্মাণের দাবি জোরালো ভাবে উত্থাপন করে।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *