পরপর চারবার প্রিমিয়ার খেতাব দখল ইন্ডিয়া ক্লাবের

সেরা শমীক, শেখরজ্যতি ও জয়দীপ

বরাক তরঙ্গ, ২৩ ডিসেম্বর : প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপ ক্রিকেটে আবারো জয়ের শিরোপা ‌‌‌অর্জন করল ইন্ডিয়া ক্লাব। আসাম ক্রিকেট সংস্থার (এসিএ) সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এসিএ-র ছিল এটা চতুর্থবারের আয়োজন। আবার চারবারই শিলচরে চ্যাম্পিয়নের খেতাব অক্ষুণ্ণ রেখে নজির গড়ল ইন্ডিয়া ক্লাব। বৃহস্পতিবার সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে প্রতিযোগিতার ফাইনালে প্রায় একপেশে খেলে বাজিমাত করে ইন্ডিয়া ক্লাব। তারা হারায় বিপক্ষ যোগাযোগ সংঘকে হারায় ৮ উইকেটে। এদিন টসে জিতে প্রতিপক্ষ প্রতিপক্ষ যোগাযোগকে ব্যটিংয়ের জন্য আমন্ত্রণ জানায় ইন্ডিয়া ক্লাব। কিন্তু ব্যাট হাতে নিয়ে মোটেও কাবু করতে পারেনি তারা। ১৬.১ ওভারে সবকটি উইকেট খুইয়ে মাত্র ৬০ রান করে যোগাযোগ। তাদের হয়ে ব্যাট হাতে নিয়ে মাত্র দু অঙ্কের রান করেন জয়দীপ সিংহ ১৩ ও সমীর সিনহা ১০ রান করেন। মূলতঃ বিপক্ষের বিধ্বংসী বোলিংয়ে খেই হারিয়ে ফেলেন তারা। বোলিংয়ে একাই ৬ উইকেট নেন শমীক দাস প্রদীপ সরকার পান ৩টি ও অমর কলিতা পান ১টি উইকেট। জবাবী ব্যটিংয়ে নেমে ২ উইকেটের বিনিময়ে ১১.১ ওভারে টার্গেট অতিক্রম করে নেয় ইন্ডিয়া ক্লাব। তাদের প্রদীপ সরকার ২৬ ও প্রশান্ত কুমার ২২ রান করেন। যোগাযোগ সংঘের চন্দ্রদীপ দাসের ঝুলিতে পড়ে ২টি উইকেট। পরে খেলা শেষে বিকাল ৪টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিলচর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ বাবুল বেজবরুয়া । ছিলেন ডিএসএ-র সভাপতি বাবুল হোড়  সহ সভাপতি (প্রশাসন) ডাঃ সিদ্ধার্থ ভট্টাচার্য, সুজন দত্ত, সাধারণ সচিব বিজেন্দ্র প্রসাদ সিং, স্পোর্টস সচিব অরিজিৎ দত্তগুপ্ত , ক্রিকেট সচিব নিরঞ্জন দাস ,উৎপল দত্ত প্রমুখ।  শেষে প্রতিযোগিতায় ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার লাভ করেন শমীক দাস, বেস্ট বোলারের পুরস্কার যৌথভাবে লাভ করেন শমীক দাস ও শেখরজ্যতি বর্মন। সেরা ব্যাটসম্যান জয়দীপ সিংহ, ম্যান অফ দ্যা সিরিজ হন বিকিরণ দাস। তাদের হাতে পুরস্কারসমুহ তুলে দেন উপস্থিত অতিথিরা। সব শেষে  অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের হাতে এক লক্ষ টাকার চেকের রেপ্লিকা (১ লক্ষ টাকা এসিএ দেবে) সহ ট্রফি এবং রানার্স আপ দলকে ট্রফি তুলে দেন ডাঃ বাবুল বেজবরুয়া, ডাঃ সিদ্ধার্থ ভট্টাচার্য, সভাপতি বাবুল হোড়, সুজন দত্ত সহ অন্যান্যরা।

পরপর চারবার প্রিমিয়ার খেতাব দখল ইন্ডিয়া ক্লাবের

তার আগে অনুষ্ঠানের প্রধান অতিথি ডাঃ বাবুল বেজবরুয়া বলেন, ডিএসএ-র আবেদন অনুযায়ী এখানকার স্পোর্টস পার্সোনাল, কোচ, প্রশিক্ষার্থীদের জন্য সিপিআর (কার্ডিও পালমোনারি রেসকোটেশন) ট্রেনিংয়ের জন্য ইতিমধ্যেই অনুমোদন জানিয়েছেন। নিয়োগ করেছেন প্রশিক্ষকও। স্পোর্টস মেডিকেল সংক্রান্ত এক সেমিনার আয়োজনেরও প্রস্তাব রাখেন। জবাবে দুটি কর্মসূচি আগামী জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে সম্পন্ন করে নেয়ার কথা বলেন ডিএসএ-র সাধারণ সচিব বিজেন্দ্র প্রসাদ সিং।
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *