ন্যাটো সম্মেলনে যোগ দিচ্ছেন জেলেনস্কি!

১০ জুন : যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর (নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন) শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিষয়টি নিশ্চিত করে ন্যাটোর ডেপুটি সেক্রেটারি জেনারেল মিরসিয়া জোয়ান জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে মাদ্রিদে ন্যাটো জোটের শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।

ন্যাটোর সম্মেলনটি এ বছরের ২৮ ও ২৯ জুন স্পেনের মাদ্রিদে আয়োজন করা হবে। এক বিবৃতিতে জোয়ান জানিয়েছেন, এই শীর্ষ সম্মেলনে প্রথমবারের মতো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান এবং দক্ষিণ কোরিয়া অংশগ্রহণ করবে। তিনিবলেন, আমরা আশা করি- ফিনল্যান্ড এবং সুইডেন আমাদের তালিকায় যুক্ত হবে। এবং অবশ্যই, আমাদের ইউক্রেনের বিষয়ে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কোনো না কোনোভাবে আমাদের শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকবেন। সেটা মাদ্রিদে।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *