নেতাজির বার্তা নিয়ে বের হল বিশাল বাইক র‍্যালি, ঘুরবে জেলায়

বরাক তরঙ্গ, ১৯ ডিসেম্বর : বিশাল বাইক র‍্যালি বের করল নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবর্ষ উদযাপন কমিটি। বর্ষব্যাপী অনুষ্ঠানের অঙ্গ হিসেবে রবিবার সকাল ৮ টায় শিলচরের রাঙ্গীরখাড়ি পয়েন্ট থেকে এই বাইক র‍্যালির সূচনা হয়। ফ্ল্যাগ অফ করে র‍্যালির সূচনা করেন দুই প্রবীণ নাগরিক সিয়াব উদ্দিন আহমেদ ও মন্মথ নাথ। নেতাজির বার্তা নিয়ে বের হওয়া র‍্যালি কাছাড়ের অধিকাংশ এলাকা অর্থাৎ তারাপুর,  রানীঘাট, বড়খলা, উধারবন্দ, বাঁশকান্দি, ফুলেরতল, লক্ষীপুর, বিন্নাকান্দি, স্বাধীন বাজার, কাবুগঞ্জ, সোনাবাড়িঘাট হয়ে শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বিকেল সাড়ে চারটে নাগাদ পৌঁছাবে। সেখানে বাইক র‍্যালিতে অংশগ্রহনকারীদের সংবর্ধনা দেওয়া সহ আয়োজিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা।

নেতাজির বার্তা নিয়ে বের হল বিশাল বাইক র‍্যালি, ঘুরবে জেলায়
ফ্ল্যাগ অফ করে র‍্যালির সূচনার মুহূর্ত।

সমিতির সভাপতি তথা আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. তপোধীর ভট্টাচার্য সহ বিশিষ্ট জনেরা সেখানে উপস্থিত থাকবেন। এছাড়াও উধারবন্দ, লক্ষীপুর ও কাবুগঞ্জে আয়োজিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। এ দিন সকালে র‍্যালি তারাপুরে পৌছার পর পাইওনিয়র ক্লাবের পক্ষ থেকে স্বাগত জানানো হয়। সেখানে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রতিবেদক : আপনলাল দাস, শিলচর।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *