নভেম্বরে শিলচরে আয়োজিত হচ্ছে বরাক ন্যাশন-ওয়াইড ফ্যাশন শো

বরাক তরঙ্গ, ৬ মে : যুব সমাজের অন্তর্নিহিত মেধা ও সৃষ্টিশীলতার বহিপ্রকাশ ঘটানো এবং সামাজিক নৈতিক তথা সার্বিক বিকাশের লক্ষ্যে আগামী নভেম্বরে শিলচরে অনুষ্ঠিত হতে চলেছে বরাক ন্যাশন ওয়াইড ২০২২ ফ্যাশন শো। আয়োজক সংস্থা মায়রা ক্রিয়েশন। শুক্রবার শিলচর কাছাড় ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মিসেস ইউনিভার্স লাভলি ২০১৮, ফিলিপ্পিনিজ তথা বরাক ন্যাশন ওয়াইড ২০২২ এর ডিরেক্টর ডঃ স্মিতা দেব ব্যতিক্রম এই অনুষ্ঠানের উদ্দ্যেশ্য ব্যক্ত করতে গিয়ে জানান,  বরাক উপত্যকার উদীয়মান যুবক যুবতীদের মধ্যে থাকা আকর্ষণী মেধা ও গুণাবলীর প্রদর্শনী তথা তাদের সমাজে যথার্থরূপে প্রতিষ্ঠিত হতে প্রেরণা প্রদানের জন্য এধরণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আগামী নভেম্বর মাসে শিলচর রাজীব ভবনে তিনদিনব্যাপী অনুষ্ঠিত হবে ফ্যাশন শো কার্যসূচি। মূল অনুষ্ঠানের আগে রেম্প শোতে ইচ্ছুক প্রতিযোগীদের নানাভাবে শলা প্রদান করবে আয়োজক সংস্থা।

নভেম্বরে শিলচরে আয়োজিত হচ্ছে বরাক ন্যাশন-ওয়াইড ফ্যাশন শো

মিস্টার ইউনিভার্স ২০১৮, সিঙ্গাপুর তথা অনুষ্ঠানের একজিকিউটিভ ডিরেক্টর মনোজ এমজে বলেন, ফ্যাশন শো-তে আয়োজক ও বিচারক মণ্ডলীর মধ্যে সমন্বয় রক্ষা করেই যাবতীয় কর্মসূচি অগ্রসর করা হচ্ছে। প্রতিভাবান যুব যুবতীদের সৌন্দর্য ও সৃষ্টিশীলতার বিকাশের পাশাপাশি শারীরিক মানসিক দৃঢ়তার বিশেষ পাঠ দেওয়া হবে। জীবনে সুপ্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে শারীরিক সক্ষমতার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফ্যাশন শো অনুষ্ঠানের আয়োজক মায়রা ক্রিয়েশনের ফেসবুক পেজে বিস্তারিত কর্মসূচির উল্লেখ রয়েছে। কোকড়াঝাড় তথা বিটিআর অঞ্চলে ইতিমধ্যে এধরণের দুটো ফ্যাশন শো অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তাই বরাক উপত্যকার অনুষ্ঠিতব্য কর্মসূচিকে সফল করতে সকলের সহযোগিতা চেয়েছেন একজিকিউটিভ ডিরেক্টর মনোজ এমজে।

বরাক উপত্যকার অন্যতম সাংস্কৃতিক ব্যক্তিত্ব তথা সংগঠক সব্যসাচী রুদ্রগুপ্ত বলেন, আত্মনির্ভর যুব সমাজ গড়ার লক্ষ্যে এধরণের কর্মসূচি অগ্রণী ভূমিকা পালন করবে। বরাক উপত্যকার যুবক যুবতীরা ফ্যাশন শো, মডেলিং কর্মসূচির মাধ্যমে ড০ স্মিতা দেবের মতো জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সফলতার দাগ রাখতে সক্ষম হয়েছেন।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *