নবীননগর হেমচন্দ্ৰ এমই স্কুলের নয়া ভবনের কাজর সূচনা

বরাক তরঙ্গ, ২১ নভেম্বর : লোয়াইরপোয়া জেলা পরিষদ সদস্যা সহেলি দে-র তহবিল থেকে মঞ্জুরকৃত ৫ লক্ষ ৫৩ হাজার পাঁচশত টাকা দিয়ে বাজারিছড়া জিপির নবীননগর হেমচন্দ্ৰ এমই স্কুলের নতুন ভবনের কাজর সূচনা কর হল। সোমবার পূজার্চনার মাধ‌্যমে ভবনের কাজের শিলান্যাস করেন জেলা পরিষদ সদস্যা সহেলি দে। এদিন একই  ভাবে বাজারিছড়ার রাধারমণ আশ্রমের জেলা পরিষদ তহবিল থেকে বরাদ্দ ৫ লক্ষ ৭৮ হাজার পাঁচশত টাকা দিয়ে অত্যাধুনিক শৌচালয় নির্মাণ কাজেরও ফলক উন্মোচনও করেন জেলা পরিষদ সদস্যা। দুটি কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাজারিছড়া জিপি সভাপতি যোগমায়া পাল, জিপির সহসভাপতি রজত নাগ, লোয়াইরপোয়া ব্লক মণ্ডল সভাপতি হৃষিকেশ নন্দী, জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি অমিতাভ দে, সূচরীত পাল, স্বপন দাস, অলক দে প্রমুখ।

নবীননগর হেমচন্দ্ৰ এমই স্কুলের নয়া ভবনের কাজর সূচনা

এদিকে নবীননগর হেমচন্দ্ৰ এমই স্কুলের  স্কুলের প্রধান শিক্ষক রথীন্দ্র দাস জেলা পরিষদ সদস্যার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, স্কুলটি ২০১৩ সালে প্রাদেশিকরণ হয় কিন্তু আজ অবধি স্কুলের পুরানো কাঁচা ভবনেই কচিকাঁচা পড়ুয়াদের পাঠদান চালিয়ে যেতে হচ্ছে। তাছাড়া শ্রেণী কক্ষের অবস্থা অত্যন্ত শোচনীয়। এমন পরিবেশের দৃশ্য সচক্ষে পর্যবেক্ষণ করে নতুন ভবন মঞ্জুর করান স্থানীয় জেলা পরিষদ সদস্যা সহেলি দে।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, পাথারকান্দি।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *