ধুবড়িতে নৌকাডুবিতে নিখোঁজ সার্কল অফিসার আইরংমারার বাসিন্দা সঞ্জু দাস, আটক এলঅ্যান্ডটি-র‌ প্রকৌশলী

বরাক তরঙ্গ, ২৯ সেপ্টেম্ব : ধুবড়িতে নৌকা দুর্ঘটনায় তলিয়ে গেলেন সার্কল অফিসার তথা কাছাড়ের আইরংমারার বাসিন্দা সঞ্জু দাস (৩০)। বৃহস্পতিবার সকালে তিনি প্রায় ২৯ জন সরকারি কর্মী ও অন্যান্য লোক নিয়ে একটি ধুবড়ি-ফুলবাড়ি সেতুর নির্মাণ কাজ পরিদর্শন করতে যান। যাওয়ার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে আয়রন জংলার ব্রহ্মপুত্র নদে। এ ঘটনায় এলঅ্যান্ডটি-র এক প্রকৌশলীকে আটক করা হয়েছে।

ধুবড়িতে নৌকাডুবিতে নিখোঁজ সার্কল অফিসার আইরংমারার বাসিন্দা সঞ্জু দাস, আটক এলঅ্যান্ডটি-র‌ প্রকৌশলী

জানা গেছে, কাজের তদন্তে যাচ্ছিলেন তিনি। তাঁর সঙ্গে অন্যান্যদের মধ্যে ছিলেন লাট মন্ডল নামেজ উদ্দিন ও ফিল্ড অফিসার পিটার এবং জেলা পরিষদ সদস্য বেবী বেগম। তাঁর তিন সঙ্গী সহ ২৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নৌকাটিও উদ্ধার করা হলেও সঞ্জু দাসের কোনো সন্ধান পাওয়া যায়নি। জেলা প্রশাসন জোরদার ভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। এসডিআরএফ, এনডিআরএফ-এর ১০টি দল উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। নৌকা থেকে একটি বাইক ও একটি সাইকেল উদ্ধার করা হয়েছে। নৌকাটি তার ভারসাম্য হারিয়ে নদীর মাঝখানে পৌঁছানোর আগেই ডুবে যায়। নৌকাটিতে কোনো নিরাপত্তা সরঞ্জাম ছিল না বলে জানা যায়।

ধুবড়িতে নৌকাডুবিতে নিখোঁজ সার্কল অফিসার আইরংমারার বাসিন্দা সঞ্জু দাস, আটক এলঅ্যান্ডটি-র‌ প্রকৌশলী

এলঅ্যান্ডটি কোম্পানির ভুলের কারণেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ বাসিন্দাদের। পুলিশ ঘটনার তদন্ত করছে। সেতু শ্রমিকরা জানান, সার্কল অফিসার সঞ্জু দাসের নেতৃত্বে ২৯ সদস্যের দল নির্মাণাধীন সেতুর কাছে ভাঙন তদন্ত করতে যান। উল্লেখ্য, সঞ্জু দাস রামকৃষ্ণনগর পুরসভার কার্যবাহী আধিকারিক হিসেবে কয়েকদিন কাজ করেছেন। দাসের এই মর্মান্তিক ঘটনায় কাছাড় সহ গোটা আইরংমারায় শোকের ছায়া নেমে আসে। 

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *