ধলাইয়ে কর্মরত অবস্থায় মৃত্যু হাবিলদারের, রিজার্ভে শেষ শ্রদ্ধা ডিআইজির

বরাক তরঙ্গ, ১১ ফেব্রুয়ারি : কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে মৃত্যু ঘটল সপ্তম কমান্ডো বাহিনীর এক হাবিলদারের। কাছাড় জেলার সপ্তম কমান্ডো বাহিনীর হাবিলদার উদ্ধব দাসের মৃত্যু ঘটে। তিনি বৃহস্পতিবার পুলিশসুপারের সঙ্গে ধলাই রামপ্রসাদপুরে গিয়ে ছিলেন। মিজোরামে জেল হাজতে মৃত্যু হওয়া রামপ্রসাদপুরের নৃপেন সিংহের মৃতদেহ সমঝে না নিয়ে প্রতিবাদ করে ছিলেন স্থানীয় জনতা। সেসময় পুলিশসুপারের সঙ্গে নিজ দায়িত্ব পালনে ছিলেন হাবিলদার উদ্ধব দাস। কর্মরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখান থেকে সঙ্গে সঙ্গে তাকে মেডিক্যালে নিয়ে আসা হয়। কিন্তু চিকিৎসক মৃত ঘোষণা করেন। বয়স হয়েছিল ৫৪ বছর।

ধলাইয়ে কর্মরত অবস্থায় মৃত্যু হাবিলদারের, রিজার্ভে শেষ শ্রদ্ধা ডিআইজির
পুলিশসুপার রমণদীপ কৌর শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।

শুক্রবার তার মৃতদেহ ময়নাতদন্তের পর কাছাড় পুলিশ রিজার্ভে নিয়ে আসা হয়। সেখানে তাকে শেষ শ্রদ্ধা ও স্যালুট জানানো হয়। মৃত হাবিলদার দাসকে শেষ শ্রদ্ধা জানান দক্ষিণ অসমের ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া, পুলিশসুপার রমণদীপ কৌর সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এরপর তার নিথর দেহ পাঠশালার বজালি বাড়িতে পাঠানো হয়। হাবিলদারের আকস্মিক মৃত্যুতে পুলিশ মহলে শোকের ছায়া নেমে আসে।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য, শিলচর।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *