ধর্ম অবমাননা : ফের উত্তাল বাংলাদেশ, মন্দির সহ বাড়িতে হামলা-ভাঙচুর

১৭ জুলাই : ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে বাংলাদেশের নড়াইল জেলার লোহাগড়া থানার সাহাপাড়া এলাকায় হিন্দু মন্দির, মুদিখানা দোকান ও বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।
জানা গেছে, আঠারো বছরের আকাশ নামে এক হিন্দু যুবকের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শুক্রবার জুম্মার নামাজের পরে এই তাণ্ডব চালায় কট্টরপন্থীদের দল। ওই ফেসবুক পোস্টের জের ধরে গত শুক্রবার সন্ধ্যার পর দিঘলিয়া বাজারের কয়েকটি দোকান ভাঙচুর ও একটি বাড়িতে অগ্নিসংযোগ করেন উত্তেজিত লোকজন। একটি মন্দির ভাঙচুর এবং দুটি পারিবারিক মন্দিরে হামলার ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা করে ও ফাঁকা গুলি ছোড়ে। রাত সাড়ে ৯টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

শনিবার রাত দু’টার দিকে খুলনা থেকে আকাশকে গ্রেফতার করা হয়।
আকাশ দিঘলিয়া গ্রামের ব্যবসায়ী অশোক সাহার ছেলে। তিনি স্থানীয় নবগঙ্গা ডিগ্রি কলেজের স্নাতকের ছাত্র। নড়াইলের লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) হারানচন্দ্র পাল বলেন, আকাশকে রবিবার আদালতে সোপর্দ করা হবে। লোহাগড়ার দিঘলিয়া এলাকার বাসিন্দা সালাউদ্দিন কচি বাদী হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করেছেন। ওই মামলায় আকাশকে গ্রেফতার করা হয়।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *