দুষ্প্রাপ্য পাণ্ডুলিপির উপর বই প্রকাশ করছে মওলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজ

বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : বরাক-কুশিয়ারা-সুরমা উপত্যকার প্রারম্ভিক ইতিহাসের সঙ্গে যুক্ত দুষ্প্রাপ্য পাণ্ডুলিপির উপর বই প্রকাশ করতে চলেছে মওলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজ (মাকাইজ)। শুক্রবার বিকেল সাড়ে ৪টা নাগাদ শিলচর রাজীব ভবনে আয়োজিত অনুষ্ঠানে নর্মাল স্কুলে সংরক্ষিত ৩৫০টি পুঁথির উপর বিশিষ্ট লোকগবেষক অধ্যাপক অমলেন্দু ভট্টাচার্যের দুই খণ্ডে লেখা ‘অ্যা ডেসক্রিপটিভ ক্যাটালগ অব দ্যা ম্যানুস্ক্রিপ্ট অব সাউথ আসাম’- বইয়ের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করবেন অনুষ্ঠানের মুখ্য অতিথি কেন্দ্রীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল। এদিন মোট ৪টি গ্রন্থ প্রকাশিত হবে। এগুলি হল প্রয়াত শিক্ষাবিদ তথা বরিষ্ট সাংবাদিক অধ্যাপক জ্যোতিলাল চৌধুরীর লেখা ‘জার্নালিজম অব বরাকভ্যালি ইন সাউথ আসাম’ এবং ড° দীপান্বিতা চক্রবর্তী ও ড° রিতাদাস নায়েকের লেখা ‘ট্র‍্যানজিশনাল অ্যাসপেক্টস অব ইন্ডিজেনাস পিপল: নর্থ-ইস্ট ইন্ডিয়া।’

দুষ্প্রাপ্য পাণ্ডুলিপির উপর বই প্রকাশ করছে মওলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজ

দু’টি পর্বে হবে অনুষ্ঠান। প্রথম পর্বে সকাল ১০টা থেকে নতুন শিক্ষা নীতির উপর অনুষ্ঠিত হবে একটি জাতীয় স্তরের কর্মশালা। সহায়তায় রয়েছে আসাম বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার ফর স্টাডিজ ইন হিউম্যান ডেভেলপমেন্ট।’

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আসাম বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর রাজিব মোহন পন্ত, মওলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজ এর চেয়ারম্যান অধ্যাপক সুজিত কে ঘোষ, উপত্যকার ভাষাবিদ গবেষক ডঃ অমলেন্দু ভট্টাচার্য, ডক্টর স্বরূপ প্রসাদ ঘোষ প্রমুখ। বুধবার নর্মলা স্কুলে সাংবাদিক সম্মেলনে কথা তুলে ধরেন অমলেন্দু ভট্টাচার্য, স্বরূপ প্রসাদ ঘোষ এবং সুজিত ঘোষ।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *