দু’শ বস্তা বার্মিজ সুপারি সহ পাঁচজনকে গ্রেফতার করল কাছাড় পুলিশ

বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : কাছাড় পুলিশ বৃহৎ সাফল্য পেল। দু’শ বস্তা বার্মিজ সুপারি সহ পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ।
শনিবার সন্ধ্যায় কাছাড় জেলা পুলিশ এক বৃহৎ সাফল্য অর্জন করেছে। এদিন শিলচরের ২নং রেলওয়ে গেট এলাকায় অভিযান চালিয়ে কাছাড় পুলিশ বার্মিজ সপারি ভর্তি দুটি লরি ও একটি বেলেনো বাহন সহ পাঁচ জনকে আটক করেছে কাছাড় পুলিশ। লরি থেকে মোট ২০০ বস্তা অবৈধ বার্মিজ নিয়ে মিজোরাম থেকে বহিরাজ্যে পাচারের পথে উদ্ধার করে তারাপুর পুলিশ। বার্মিজ সুপারির বাজারমূল্য ১ কোটি টাকা হবে বলে জানিয়েছেন কাছাড়ের পুলিশ সুপার নুমুল মাহাতো।

দু'শ বস্তা বার্মিজ সুপারি সহ পাঁচজনকে গ্রেফতার করল কাছাড় পুলিশ

এ দিন সন্ধ্যায় পুলিশ সুপার সাংবাদিক বৈঠক ডেকে বাজেয়াপ্ত ও আটকের কথা তুলে ধরেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর জিরো টোলারেন্স নীতি অবলম্বন করে পুলিশ অবৈধ ব্যবসার বিরুদ্ধে কড়া অভিযানে নেমেছে। বার্মিজ সুপারির অবৈধ ব্যবসা কোন ভাবেই মেনে নেবে না কাছাড় পুলিশ বলে জানান তিনি। বার্মিজ সুপারি সহ ধৃত পাঁচ জনকে হেফাজতে রেখে পুলিশ কড়া তদন্ত শুরু করেছে। এদের কাছ থেকে আরও তথ্য বের হয়ে আসবে বলে আশা প্রকাশ করেছেন কাছাড়ের পুলিশ সুপার নুমুল মাহাতো। পুলিশের হেফাজতে রাখা লরির নম্বর জেএইচ ১০ বিজি ৭৩৪০ ও এএস ১১ এসি ২৬৮৬। এ ছাড়া বেলেনো বাহনের নম্বর এমএল ১০বি ৮৮৮৩ বলে জানা গেছে। এদিকে ধৃত পাঁচজনের মধ্যে সেলিম আহমেদ (৩৮) ও কৃপেশ দাস(৪০) দুজনের নাম পুলিশ প্রকাশ্যে আনলেও বাকি তিনজনের নাম গুপ্ত রেখে কাছাড় পুলিশ তদন্ত শুরু করেছে।
প্রতিবেদক : মুন্না আচার্য, শিলচর।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *