দীর্ঘ মাস পর করোনা, শিলচর ৩ চিকিৎসক পড়ুয়া সহ আক্রান্ত ৫

বরাক তরঙ্গ, ৭ জুলাই : রাজ্যে ফের করোনার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দীর্ঘ কয়েক মাস পর কাছাড়ে ধরা পড়ল করোনা ভাইরাস। মেডিক্যাল কলেজ হাসপাতালের স্নাতকোত্তর স্তরের তিন চিকিৎসক পড়ুয়া সহ আলিপুর বরোজ মেমোরিয়াল হাসপাতালের এক মহিলা কর্মী ও তার মেয়ে করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
    

মেডিক্যাল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডা: ভাস্কর গুপ্ত জানিয়েছেন, স্নাতকোত্তর স্তরের তিন মহিলা চিকিৎসক পড়ুয়া কয়েকদিন থেকে জ্বর-কাশিতে ভুগছিলেন।এরপর তাদের র‍্যাপিড এন্টিজেন টেস্ট (রেট) করা হলে তিনজনেরই ফল আসে পজিটিভ। তবে বুধবার আরটিপিসিআর টেস্টের ফল এসেছে নেগেটিভ। তিনজনের আরটিপিসিআর টেস্টের ফল নেগেটিভ এলেও সন্দেহজনক মনে হওয়ায় তিনজনকেই হোস্টেলে রাখা হয়েছে পৃথকভাবে। ডা: গুপ্ত আরও জানান তিনজনেরই সাম্প্রতিক ভ্রমণ ইতিহাস নেই।
     

অধ্যক্ষ ডা: বাবুল কুমার বেজবরুয়া জানান, তিনজনের লক্ষণ দেখে মনে হচ্ছে তারা ওমিক্রন ভেরিয়েন্টে আক্রান্ত। তবে ভাইরাল লোড কম হওয়ায় আরটিপিসিআর টেস্টে তা ধরা পড়েনি। এদিকে স্বাস্থ্য বিভাগের ডিসট্রিক্ট সার্ভিলেন্স অফিসার ডা: ইব্রাহিম আলি জানিয়েছেন, আলিপুরের বরোজ মেমোরিয়াল হসপিটালের এক মহিলা কর্মী সহ তার মেয়ের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে মঙ্গলবার। দুজনই বর্তমানে রয়েছেন হোম আইসোলেশনে।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *