পায়ে হেঁটে উত্তর পূর্বের বিভিন্ন দর্শনীয় স্থান প‌রিদর্শনে রাজন

ত্রিপুরায় সংবর্ধনা জানালেন বিধানসভার উপাধক্ষ‌্য

বরাক তরঙ্গ, ২ মে : এবার বাইক নয়, পায়ে হেঁটে অসম সহ উত্তর পূরবাঞ্চলের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শনে বেরিয়ে পড়লেন পাথারকান্দি যুবক তথা শিলচর এনআইটির ছাত্র রাজন দাস। প্রতিবেশী রাজ্য ত্রিপুরার উদ্দেশ্যে যাত্রা করে শুরু হয় তার দর্শন কর্মসূচি। পায়ে হেঁটে উত্তর ত্রিপুরার বি‌ভিন্ন দর্শনীয় স্থান প‌রিদর্শনে গিয়ে ত্রিপুরায় সংবর্ধনার জোয়ারে ভাসছে রাজন। বুধবার রাজন পা‌য়ে হে‌ঁটে ত্রিপুরার উদয়পুর‌স্থিত মাতাবা‌ড়ি সহ অন‌্যান‌্য দর্শনীয় স্থান প‌রিদর্শন শে‌ষে উত্তর ত্রিপুরার ধর্মনগ‌রে শ‌্যামল না‌থের বা‌ড়ি‌তে পৌঁছা‌লে তা‌কে উষ্ণ সংবর্ধনা জ্ঞাপন ক‌রেন ত্রিপুরা বিধানসভার উপাধক্ষ‌্য বিশ্ববন্ধু সেন সহ অন‌্যরা। এছাড়া তা‌কে মহিলা মোর্চার উত্তর ত্রিপুরা জেলা সভানেত্রী রূপালী অধিকারীও সংবর্ধনা জানান।

পায়ে হেঁটে উত্তর পূর্বের বিভিন্ন দর্শনীয় স্থান প‌রিদর্শনে রাজন

উ‌ল্লেখ‌্য, পাথারকান্দি ‌বি‌শিষ্ট ব‌্যবসায়ী ম‌নোজ দা‌সের ছে‌লে রাজন দাস এর আ‌গেও সাই‌কেল‌যো‌গে ভার‌তের বি‌ভিন্ন স্থান প‌রিদর্শন ক‌রে সক‌লের প্রশংসা কোড়ে নিতে সক্ষম হয়েছে। এরপর বাইকে লাদাখ পরিদর্শন করেন রাজন। বর্তমা‌নে সে পদব্রজে ত্রিপুরার মাতাবাড়ি মা ত্রিপুরেশ্বরীর মন্দির থেকে ধর্মনগর মিজোরাম হয়ে গুয়াহাটি কামাখ্যা মন্দির দর্শন করে অরুণাচল প্রদেশের তাওয়াং এর উদ্দেশ্যে যাত্রা কর‌বে বলে জানায় রাজন। এ যাত্রায় তি‌নি দেড় হাজার কিলোমিটার সড়ক পথ পায়ে হেঁটে উত্তর পূর্বাঞ্চ‌লে সা‌ম্যের বার্তা ছ‌ড়ি‌য়ে দি‌তে চান।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, পাথারকান্দি।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *