ত্রাণ সামগ্রী উদ্ধার করে বিতরণ করলেন সোনাই সার্কল অফিসার

বরাক তরঙ্গ, ২৫ জুন : জেলায় ভয়ঙ্কর রূপ নেয় বন্যা। দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে মানুষের। নেই খাবার, নেই পানীয়জল এক হাহাকার পরিস্থিতি বিরাজ করছে জেলা সদর থেকে গ্রাম পর্যন্ত। স্থানীয় এনজিও, সংগঠন, ব্যক্তিগত ভাবে সবল লোক বন্যাক্রান্তদের পাশে দাঁড়িয়েছেন। এ ছাড়া সরকার বিভিন্ন ভাবে ত্রাণ বিতরণ করে পরিস্থিতির মোকাবিলা করছে। কিন্তু এরমধ্যে কিছু অদ্ভদ কাণ্ডও ঘটছে। যা সভ্য সমাজের কলঙ্ক। এই দুর্গতির সময়ে কিছু লোক তাদের লোভ আটকাতে পারছেন না। ত্রাণ সামগ্রী আত্মসাৎ করতে মরিয়া হয়ে উঠছেন। আর এমন কাণ্ড ধরা পড়ল সোনাইয়ে।

ত্রাণ সামগ্রী উদ্ধার করে বিতরণ করলেন সোনাই সার্কল অফিসার

শুক্রবার রাতে এই অঞ্চলের জন্য ত্রাণ পৌঁছে। কিন্তু ত্রাণ সামগ্রী গুলো বণ্টন না করে প্রাক্তন এপি সদস্যের বাড়ি রাখা হয়। জনগণের অভিযোগ পেয়ে শনিবার সন্ধ্যায় সোনাই সার্কল অফিসার ডাঃ দীপঙ্কর নাথ ওই বাড়ি থেকে ত্রাণ সামগ্রীগুলো উদ্ধার করেন। ইতিমধ্যে সোনাই বিধায়ক সেখানে পৌঁছেন। সার্কল অফিসার সামগ্রীগুলো থানায় নিয়ে যেতে চাইলে বিধায়ক আটকান এবং বিতরণ শুরু করার প্রস্তুতি নেন। রাতেই বানভাসিদের মধ্যে বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রী উদ্ধার করে বিতরণ করলেন সোনাই সার্কল অফিসার

সার্কল অফিসার নিজে দাড়িয়ে ত্রাণগুলো বিতরণ করেন।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *