ত্রাণ থেকে বঞ্চিত নগেন্দ্রনগর জিপি, দলনেতাদের বিরুদ্ধে বিক্ষোভ কর্মী সমর্থকদের

বরাক তরঙ্গ, ২৫ জুন : দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের রামকৃষ্ণনগর সার্কলের অন্তর্গত  নগেন্দ্রনগর জিপিতে এখনও ত্রাণ পৌঁছায়নি। মানুষ জলে ভাসছেন।  কোনো রকম একবেলা খেয়ে দিন কাটাতে হচ্ছে। ত্রাণ নিয়ে রাজনীতি করছেন শাসক দলের একাংশ প্রতিনিধি ও সরকারি আমলারা। এমন অভিযোগ তুলে প্রতিবাদ জানালেন জনগণ। নগেন্দনগর জিপির তিন নম্বর গ্রুপের সন্নাসীপাট্টা কোদালির মোকামটিলা গ্রামে বিজেপি কর্মী সমর্থকরা এই অভিযোগ তুলেন। প্রতিবাদীরা সংবাদ মাধ্যমে তাদের দুর্দশার কথা তুলে ধরার পাশাপাশি বন্যার জলের ক্ষয়ক্ষতির দৃশ্য দেখান।

ত্রাণ থেকে বঞ্চিত নগেন্দ্রনগর জিপি, দলনেতাদের বিরুদ্ধে বিক্ষোভ কর্মী সমর্থকদের

আশি বছরের এক বৃদ্ধা বলেন, এই বয়সে একবেলা খেয়ে আছি, নোংরা জল পান করছি। কিন্তু কোনো পঞ্চায়েত প্রতিনিধি, বিধায়ক, সাংসদ, আমলারা দেখতে আসা তো দুরের কথা, এক  মুঠো চালও দেননি।জলের মধ্যে খাটের উপর একটি  টিন পেতে রান্না করছেন এক মহিলা।  কথা গুলো বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। গ্রামের মহিলারা রাস্তায় কোমর জল থাকায় খাবার আনতে পারছেন না। শেষ পযর্ন্ত পুরুষেরা  জল আনছে তাও আবার নোংরা জল। এদিন বন্যার জলের মধ্যে দাঁড়িয়ে প্রায় শতাধিক বিজেপির সমর্থক পুরুষ মহিলারা সাংসদ কৃপানাথ মালা, বিধায়ক সিদ্দেক আহমেদ, জেলা পরিষদ সদস্য আশিস নাথ এবং জিপি সভানেত্রী অনিতা রানি মুর্দাবাদ শ্লোগান দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তুলেন। তারা মুখ্যমন্ত্রী ও জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করে আর্থিক সাহায্যের  দাবি জানান। প্রতিবাদে ছিলেন মতিলাল দাস, সুকমল দাস, বিষ্ণু দাস, নিকুঞ্জ চক্রবর্তী, উমেশ দাস, পরিমল দাস, রণজিত দাস প্রমুখ।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *