তিনশো শয্যার সিভিল হাসপাতালের দাবিতে ধরনা এসইউসিআই-র

বরাক তরঙ্গ, ২৬ ফেব্রুয়ারি : শিলচর সিভিল হাসপাতালকে তিন’শ শয্যার হাসপাতালে উন্নীত করা সহ আধুনিকীকরণের দাবিতে হাসপাতালের সামনে ধরনায় বসলেন এসইউসিআই (কমিউনিস্ট) দলের শিলচর আঞ্চলিক কমিটির কর্মকর্তারা। শনিবার দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত এক ঘন্টার ধরনা কর্মসূচি পালন করেন তারা। ধরনা চলাকালে বক্তব্য রাখেন শিলচর আঞ্চলিক কমিটির সম্পাদক দুলালী গাঙ্গুলি। তিনি বলেন, শিলচর সিভিল হাসপাতালকে তিন’শ শয্যার হাসপাতালে উন্নীত করা সহ আধুনিকীকরণের প্রতিশ্রুতি বর্তমান মুখ্যমন্ত্রী ২০২০ সালের নভেম্বর মাসে তদানীন্তন স্বাস্থ্যমন্ত্ৰী থাকাকালীন সময়ে সিভিল হাসপাতালের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে করেছিলেন। জনগণের প্রত্যাশা ছিল, তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করবেন। কিন্তু বরাক উপত্যকার জনগণ এবারও প্রত্যক্ষ করলেন মন্ত্রীদের প্রতিশ্রুতি বাস্তবায়ন হয় না। তিনি বলেন, কাছাড় জেলার জনগণের উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানে এই হাসপাতালকে আধুনিকীকরণ করার দাবি আজ গণ দাবিতে পরিণত হয়েছে। বিগত কয়েক বছরে শিলচর শহরের জনসংখ্যার বিপুল বৃদ্ধির ফলে শিলচর মেডিক্যাল কলেজের রোগীদের চাপ অত্যাধিক বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায় শিলচর শহরে আরও একটি উন্নত অত্যাধুনিক সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান গড়ে তোলা খুবই প্রয়োজন। শহরের প্রাণ কেন্দ্রে বিশাল জমিতে স্থাপিত এই হাসপাতালকে তিন’শ শয্যার হাসপাতাল নির্মাণ সহ আধুনিকীকরণ করা হলে জনগণ বিনামূল্যে সরকারি চিকিৎসা পরিষেবা লাভ করতে পারবে।

তিনশো শয্যার সিভিল হাসপাতালের দাবিতে ধরনা এসইউসিআই-র

ধরনা শেষে এসইউসিআই (কমিউনিস্ট) দলের শিলচর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে অতি শীঘ্রই শিলচরে সিভিল হাসপাতালকে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করতে হবে এবং সরকার অনুমোদিত ২০ টি আইসিইউ অবিলম্বে স্থাপন করা, হাসপাতালে মেডিসিন, সার্জারি, শিশু, চক্ষু, ইনএনটি, প্রসূতি, অস্থি, দন্ত, মানসিক রোগ ইত্যাদি বিভাগ আলাদাভাবে গড়ে তোলা এবং প্রতিটি বিভাগের জন্য প্রয়োজনীয় সংখ্যক নার্স, স্বাস্থ্যকর্মী ও চিকিৎসক নিয়োগ করা, সার্জারির জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা, বর্জ্য নিষ্কাশনে এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট বা ইটিপি স্থাপন করা, হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক‌ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ করা, ব্ল্যাড ব্যাঙ্ককে ২৪ ঘণ্টা কর্মক্ষম রাখা ও ব্লাড সেপারেশন যন্ত্র অবিলম্বে স্থাপন করার দাবিতে একটি স্মারকপত্র হাসপাতাল সুপার মারফত মুখ্যমন্ত্রীর কাছে প্রদান করা হয়। স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন মন্মত নাথ, চাম্পালাল দাস, হিল্লোল ভট্টাচার্য, দিলীপ নাথ প্রমুখ।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *