ডিএসএ-র স্কুল ব্যাডমিন্টনের পুরস্কার বিতরণ সম্পন্ন

বরাক তরঙ্গ, ১৫ মে : সুনীলকুমার দত্ত ও মঞ্জুশ্রী দত্ত আন্ত বিদ্যালয় (মুক্ত) ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২২-২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সংস্থার ইন্ডোর হলে সম্পন্ন হল রবিবার। এদিন সন্ধ্যায় জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি বাবুল হোড়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিযোগিতার পৃষ্ঠপোষক শৈবাল দত্ত, অধ্যাপক শরদিন্দু ধর, অমিতাভ দেব, সুব্রত নাগ, যশোবন্ত দাস, সুমন্ত সারথি এন্দো, নীলাক্ষ চৌধুরী, রীতেন ভট্টাচার্য। অনুষ্ঠানের শুরুতে সংস্থার ইন্ডোর সচিব সঞ্জু রায় স্বাগত বক্তব্যে ইন্ডোর বিভাগের সাফল্যের কথা তুলে ধরেন।

ডিএসএ-র স্কুল ব্যাডমিন্টনের পুরস্কার বিতরণ সম্পন্ন

প্রতিযোগিতায় প্রায় ২৫টি বিদ্যালয়ের ১৫৯ জন প্রতিযোগী অংশ গ্রহণ করে। যা সংস্থার ব্যাডমিন্টন প্রতিযোগিতায় এটা এখন পর্যন্ত এক রেকর্ড বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠানে সংস্থা সচিব বিজেন্দ্র প্রসাদ সিং, সহসচিব অজয় চক্রবর্তী, অরিজিৎ গুপ্ত, সহসভাপতি সুজন দত্ত, নন্দ দুলাল রায়, কোষাধ্যক্ষ অনিমেষ সেন গুপ্ত, নিরঞ্জন দাস, শিবব্রত দত্ত,বিকাশ দাস, উৎপল দত্ত, ইন্ডোর বিভাগের সদস্য পৃথ্বীশ পাল, সীমান্ত ভট্টাচার্য, চন্দন শর্মা, নিতাই পাল প্রমুখ উপস্থিত অতিথিদের বরণ করে প্রতিযোগিতার স্মৃতি স্মারক তুলে দেন।
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *