টিকা নেওয়ার পর অসুস্থ ছাত্রীদের খোঁজ নিতে বাজারিছড়ায় গুয়াহাটির টিম

বরাক তরঙ্গ, ১৩ জুন : করিমগঞ্জ জেলার পাথারকান্দির বাজারিছড়া জিপির ছাগলমোহা ট্রাইবেল এমই স্কুলের পড়ুয়াদের কোভিড প্রতিষেধক নেওয়ার পর অসুস্থ হয়ে পড়া পড়ুয়াদের খোঁজ নিতে গুয়াহাটি থেকে স্বাস্থ্য বিভাগের একটি বিশেষ টিম পাথারকান্দিতে পৌঁছে। গোটা দিন দুই সদস্যের টিম বাজারিছড়া হেলথ সেন্টার, মাকুন্দা হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ছাড়া ও বেশকিছু পড়ুয়াদের সঙ্গে বিষয়টি নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন। পরে তাঁরা পাথারকান্দি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এসে ভ্যাকসিন সংরক্ষণের প্রক্রিয়াটি সরেজমিনে পরিদর্শন করে তাঁদের চোখে বিভাগীয় কোন ত্রুটি ধরা পড়েনি।

ধারণা করা হচ্ছে গত ১১ জুন বাজারিছড়া ছাগলমোয়া ট্রাইবেল এমই স্কুলের ৫৬ জন পড়ুয়াদের মধ্যে ১৫ জন পড়ুয়া করবেভ্যাকস নেওয়ার পর অসুস্থ হওয়ার পেছনে তাঁদের গণ-হিস্টিরিয়া ও আতঙ্কগ্রস্ত হওয়াকে অধিকাংশ দায়ী করা হয়েছে। তাঁদের মতে, যেহেতু এলাকাটি অর্থনৈতিক দিক থেকে অনেকটা পিছিয়ে রয়েছে। সেই হেতু তাদের শরীরে রক্তস্বল্পতা ও অন্যতম একটি কারণ হতে পারে। প্রতিনিধি দলে স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ইউআইপি কোর্ডিনেটর যাদুমণি কাকতি, ইউএনডিপির প্রজেক্ট অফিসার নীলাদ্রি শেখর দাস। তাঁরা এব্যাপারে বৃহত্তর এলাকাবাসীকে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, পাথারকান্দি।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *