জেকে বরুয়া : ভারতের বিচারের ‘সর্বোচ্চ মঞ্চে’ নিয়ে যাওয়ার ডিএসএ-র প্রতি আহ্বান ইয়াসি-র

বরাক তরঙ্গ, ১৮ ফেব্রুয়ারি : গোলাঘাটে জেকে বরুয়া আন্তঃজেলা ক্রিকেট টুর্নামেন্টে যোরহাট এবং এনএফ রেলওয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের মধ্যে ম্যাচের সময় ম্যাচ ফিক্সিং এর ঘটনা, অসমের ক্রিকেট ইতিহাসে এক কালো পর্ব হিসেবে স্মরণ করা হবে। শিলচর ক্রিকেট দলকে নির্মূল করার ষড়যন্ত্র করে, ম্যাচ ফিক্সিং করে, সেই সব দলের কর্মকর্তারা ও খেলোয়াররা পরিকল্পিত ভাবে দুই দল  ম্যাচ ফিক্স করেছে তা অসমের ক্রীড়াপ্রেমীদের মনেই শুধু বড় প্রশ্ন চিহ্ন তৈরি করেনি, আঘাতও দিয়েছে। সঙ্গে বরাক উপত্যকার মানুষের অনুভূতিও আঘাত পেয়েছে।  ঘটনাটি সেই ক্রিকেটের মর্যাদাকে কালো করে দিয়েছে যাকে ‘জেন্টেলম্যানস গেম’ বলা হয়। ইয়ুথ অ্যাগেনস্ট সোশ্যাল ইভিলস অর্থাৎ ‘ইয়াসি’ সেই ম্যাচের কাণ্ড কার্যকলাপের নিন্দা করে এবং আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনকে বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তদন্ত করার আহ্বান জানায়।

‘ইয়াসি’ মনে করে অবিলম্বে বিষয়টির ষড়যন্ত্রটি প্রকাশ করা উচিত এবং জড়িত অপরাধীদের অবশ্যই উপযুক্ত শাস্তি পেতে হবে। তাছাড়া বিসিসিআইকে এ ধরনের মনোভাবের বিরুদ্ধে শক্তভাবে এগিয়ে আসতে হবে। ‘ইয়াসি’ অসমের সমস্ত ক্রীড়াপ্রেমিকদের এই কালো পর্বের বিরুদ্ধে একত্রিত হওয়ার জন্য অনুরোধ করে যাতে কেউ এই ধরনের অপকর্মের পুনরাবৃত্তি না করতে পারে। ‘ইয়াসি’ কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায় এবং সম্পাদক আব্দুল মুকিত লস্কর শিলচর ডিএসএ কর্তৃপক্ষকে বিষয়টিকে অত্যন্ত জোরালোভাবে হাতে নেওয়ার এবং বিষয়টিকে শুধু অসমেই নয়, ভারতের বিচারের ‘সর্বোচ্চ মঞ্চে’ নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *