জিসি কলেজে গণিত অলিম্পিয়াড ওরিয়েন্টেশন ওয়ার্কশপ শুরু

বরাক তরঙ্গ, ২২ ডিসেম্বর : আসাম গণিত অ্যাকাডেমির কাছাড় জেলা শাখা, শিলচরের গুরুচরণ কলেজের গণিত বিভাগের সহযোগিতায় তিন দিনের গণিত অলিম্পিয়াড ওরিয়েন্টেশন ওয়ার্কশপ শুরু হল। বুধবার এই কর্মশালার সূচনা হয়। কর্মশালার লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের গাণিতিক সমস্যা সমাধানের শিল্পের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং তাদের অলিম্পিয়াড স্তরের গণিতের সঙ্গে তুলে ধরা। অংশগ্রহণকারীরা সংখ্যা তত্ত্ব, কম্বিনেটরিক্স এবং কার্যকরী সমীকরণের সৌন্দর্যের আভাস পেতে সক্ষম হবে। গণিতে ভারতীয় অলিম্পিয়াড বাছাইপর্বের জন্য উপস্থিত শিক্ষার্থীরা কর্মশালাটিকে বিশেষভাবে উপকারী মনে করবে।
এই অনুষ্ঠানের আমন্ত্রিতরা হচ্ছেন প্রফেসর ড. শান্তা লাইশরাম
ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট নিউ দিল্লি ও ড. উদয় শংকর চক্রবর্তী, গনিত বিভাগের সহকারি প্রফেসর আসাম ইউনিভার্সিটি।  অষ্টম-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এবং ডিগ্রি গণিত অনার্স পড়ুয়া অংশ গ্রহণ করে। কর্মশালা সকাল সাড়ে নয়টায় শুরু হবে এবং শেষ হবে বিকেল সাড়ে তিনটায়।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য, শিলচর।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *