জিসি কলেজের প্রাক্তন অধ্যাপক নিজাম উদ্দিন লস্কর প্রয়াত

বরাক তরঙ্গ, ৩১ জানুয়ারি : শিলচর জিসি কলেজের প্রাক্তন অধ্যাপক নিজাম উদ্দিন লস্কর আর নেই। রবিবার কনকপুর প্রথম খণ্ড (নাগা টিল্লায়) নিজ বাসভবনে রাত ১১.৪৫ মিনিটে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১ বছর। বয়সের ভারে নানা রোগে ভুগছিলেন তিনি। প্রয়াত লস্কর জিসি কলেজের বিজ্ঞান শাখার ভূ-বিদ্যার অধ্যাপক ছিলেন। জিসি কলেজেই কলেজ শিক্ষক হিসেবে চাকরি শুরু এবং শেষ তাঁর। ২০১১ সালে চাকরি জীবন থেকে অবসর নেন। তিনি ১৯৭৪ সালে এসিএস পরীক্ষা পাশ করে ছিলেন তিনি। তিনি দু’বছর বদরপুর দেওয়ারাইল সিনিয়র মাদ্রাসার গণিত বিষয় শিক্ষক হিসেবে শিক্ষকতা করেন। তিনি যেমন দক্ষ, নম্র, অমায়িক ছিলেন তেমনি একজন ধার্মিক ব্যক্তি ছিলেন। ছিলেন কোরানে হাফিজ। প্রয়াত শ্বেখ মুসদ্দর আলি গোবিন্দপুরির (রাহঃ) এর সান্নিধ্যে এসে আধ্যাত্মিকতার শিক্ষা গ্রহণ করেন। প্রয়াত গোবিন্দপুরির (রাঃ) কাছে মাত্র ১০ মাসে তিনি পুরো ‘আল কুরআনুল আজিম হিফজ’ মুখস্থ করেন। প্রয়াত অধ্যাপক আমৃত্যু আল জামিয়াতুল ইসলামিয়া খানকায়ে মদনির মাটির সঙ্গে যুক্ত ছিলেন। জামিয়াতুল ইসলামিয়া খানকায়ে মদনি পূর্ব গোবিন্দপুরের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। ছিলেন সচিব, মজলিসে শুরার সদস্যও। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মওলানা আহমদ সায়িদ গোবিন্দপুরি, সোনাই বর্তমান বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া ও অসম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর সহ অনেকে।

প্রয়াত রেখে গেছেন স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে, নাতগি নাতনি, আত্মীয় স্বজন, অসংখ্য গুণমুগ্ধদের। প্রয়াতের জ্যেষ্ঠ ছেলে আলি হায়দর লস্কর মতিনগর রাঙাখাল এলপি স্কুলের শিক্ষক আলি হায়দর লস্কর, দ্বিতীয় ও তৃতীয় ছেলে হলেন আলি আফজল লস্কর ও আলি আহমেদ লস্কর। প্রয়াত অধ্যাপকের পৈতৃক বাড়ি নিয়াইরগ্রামে। সোমবার বেলা দেড়টায় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *