জিরো টলারেন্স : ভিজিল্যান্স-পুলিশের চলছে অভিযান অবৈধ ব্যবসায়ী-ঘুষখোরদের বিরুদ্ধে

বরাক তরঙ্গ, ৫ নভেম্বর : রাজ্যে দু’টি কর্ম থামতেই চাইছে না। এক কথায় যার যার কাজ চালিয়ে যাব এমন মনোভাবেই চলছে ভিজিল্যান্স- পুলিশ-অবৈধ ব্যবসায়ী-ঘুষখোরদের মধ্যে।

জিরো টলারেন্স : ভিজিল্যান্স-পুলিশের চলছে অভিযান অবৈধ ব্যবসায়ী-ঘুষখোরদের বিরুদ্ধে

মুখ্যমন্ত্রীর নির্দেশে জিরো টলারেন্স রাজ্য গড়তে পুলিশ ও ভিজিল্যান্স প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছেন লড়াই। তারপর থামতে রাজি নেই এই অপকর্ম।

শুক্রবার ফের দুই ঘুষখোর দুই সরকারি কর্মচারীরা ভিজিল্যান্সের হাতে ধরা পড়ে।

লখিমপুরে জলসম্পদ বিভাগের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ারের অফিসে ভিজিল্যান্সের অভিযান চালানো হয়।

জিরো টলারেন্স : ভিজিল্যান্স-পুলিশের চলছে অভিযান অবৈধ ব্যবসায়ী-ঘুষখোরদের বিরুদ্ধে

এলডিএ সমরজ্যোতি শইকিয়া ও প্রধান সহকারী তরুণ চন্দ্র মোরাং ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার করা হয়।

ঠিকাদারি লাইসেন্স দেওয়ার জন্য টাকা নেওয়ার সময় ওই দুই সরকারি কর্মচারীকে গ্রেফতার করা হয়।

এই তথ্য প্রকাশ করেছেন পুলিশের বিশেষ ডিজিপি জিপি সিং।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *