জালে আটকা পড়ল পৃথিবীর সবচেয়ে বড় আকারের মাছ

২৪ ডিসেম্বর : অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তম উপকূলের কাছে সাগরে পাতা মাছ ধরার জালে একটি দানবীয় হাঙর ধরা পড়ে। পরে স্থানীয় জেলেরা সেটিকে উদ্ধার করে। জেলা বন কর্মকর্তা (ডিএফও) অনন্ত শঙ্কর বলেন, হাঙরটিকে পরে পথ দেখিয়ে গভীর সমুদ্রে রেখে আসা হয়। এ কাজে বন্যপ্রাণী সংরক্ষকারী, বন কর্মকর্তা ও কর্মচারী এবং জেলেদের সহযোগিতা নেওয়া হয়। তিনি আরও বলেন, এটি একটি দানব হাঙর। অনেকেই এটিকে হোয়েল শার্ক বা তিমি হাঙর-ও বলে থাকেন। এটা পৃথিবীর সবচেয়ে বড় আকারের মাছ। এ ধরনের হাঙর এখন প্রায় বিলুপ্তির পথে। তিনি আরো বলেন, এই ২ টন ওজনের মাছটিকে জীবন্ত সাগরে ফিরিয়ে আনার জন্য বন বিভাগ, জেলে এবং বন্যপ্রাণী সংরক্ষণবিদদের অভূতপূর্ব সমন্বয় এবং সহযোগিতা অসাধারণ ছিল। এটি একটি সাফল্য ছিল. বিশাল মাছটি সফলভাবে সাঁতার কেটে সাগরের গভীরে ফিরে গেছে। ডিএফও বলেন, হাঙরের ছবিগুলো শনাক্তকরণের জন্য মালদ্বীপের ‘তিমি হাঙর’ গবেষণা প্রোগ্রামকে দেওয়া হবে। এটি আমাদের এই ‘ভদ্র দানব’দের গতিবিধি এবং বিচরণক্ষেত্র আরো ভালোভাবে বুঝতে সাহায্য করবে।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *