জাফা-র অ্যাচিভার্স অ্যাওয়ার্ড পাচ্ছেন বিশ্বকল্যাণ তিলক

বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কুড়ি জন সাংবাদিককে অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২২ (গ্রামীণ) দিচ্ছে অসমের সাংবাদিক সংস্থা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফর আসাম (জাফা)। শুক্রবার এক প্রেস বার্তায় কুড়ি জনের নাম ঘোষণা করেছে সংস্থা। ঘোষিত তালিকায় রয়েছেন কাছাড়ের (শিলচর) উঠতি সাংবাদিক বিশ্বকল্যাণ পুরকায়স্থ (তিলক)। পুরকায়স্থ হচ্ছেন দৈনিক প্রান্তজ্যোতি পত্রিকার স্টাফ রিপোর্টার। এছাড়া জাতীয় স্তরের সংবাদপত্র হিন্দুস্তান টাইমস এর বরাক উপত্যকার দায়িত্বে রয়েছেন। কাছাড়ের ছোটদুধপাতিল গ্রামের প্রয়াত তারাশঙ্কর পুরকায়স্থের সুযোগ্য সন্তান বিশ্বকল্যাণ পুরকায়স্থ। তার এই প্রাপ্তিতে অভিনন্দন জানিয়েছেন শিলচর প্রেসক্লাবের কার্যালয় সম্পাদক গৌতম তালুকদার সহ অনির্বাণ রায় চৌধুরী, দিলোয়ার হুসেন, নাসির হুসেন, পাপলু দাস, উত্তম সী, রাণু দত্ত, অরুপ নন্দী, সমীরণ চৌধুরী, অভিজিৎ ভট্টাচার্য, গোপালদাস সিনহা, বরাক তরঙ্গ এর আশু চৌধুরী সহ অনেকে।

জাফা-র অ্যাচিভার্স অ্যাওয়ার্ড পাচ্ছেন বিশ্বকল্যাণ তিলক

বাকি ১৯ জন সাংবাদিক হলেন ইস্টার্ণ ক্রনিকেল তেজপুরের প্রশান্ত মহন্ত,পশ্চিম কার্বি আংলং কেইটি নিউজ চ্যানেল বীরেন সিং ইনহি, অসমিয়া প্রতিদিন এর পাথরঘাটের জয়ন্ত কাকতি, মনালিসা শর্মা, ডেইলি পাইওনিয়ার, কোকরাঝাড়, ডিওয়াই ৩৬৫ এর বঙ্গাইগাঁওয়ের ভিডিও সাংবাদিক রঞ্জিত দত্ত, কমল কৃষ্ণ ডেকা, প্রতিদিন টাইম, ডিমরিয়া, নিউজ ১৮ এর ওদালগুড়ির রিপুঞ্জয় নাথ, কার্বি লাইভ এর বিশ্বনাথ চারিয়ালির চন্দ্র সিং রংপি, ধনকেশ বর্মণ, নারদ লাইভ, চিথিলা, আমার প্রণাম এর শোনিতপুর শহরের মৃণাল শর্মা, প্রথম খবর এর বিজনীর মিন্টু তালুকদার, কানেশ্বর ডেকা, নিউজ লাইভ, কালাইগাঁওয়ের সাংবাদিক, আমার অসম এর গোগামুখের দীপরাজ পেগু, বনমালী মহন্ত, অরুণোদয় লাইভ, ধেমাজির প্রতিনিধি, অসমিয়া প্রতিদিন এর বগীনদীর দিগন্ত সানোয়াল, রাজু বরা, ইশান নিউজ, বান্দর দোয়া, দৈনিক জনমভূমির দেওমরণের রত্নেশ্বর চহরিয়া, এনই লাইভ এর দরঙের দুলাল ডেকা ও নিয়মিয়া বার্তার সোনাপুরের রমেশ দাস।
জাফা কেন্দ্রীয় কমিটির সভাপতি অভিদীপ চৌধুরী, কার্যনির্বাহী সভাপতি পঙ্কজ ডেকা, প্রধান সাংগঠনিক সম্পাদক কুশল শইকিয়া এবং মহাসচিব কুঞ্জমোহন রায়ের এক বিবৃতিতে জাফা গ্রামীণ সাংবাদিকতা পুরস্কার ২০২২ এর পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *