জাতীয় পেনশন প্রকল্প বাতিলের  দাবিতে একদিবসীয় কর্মবিরতি শিলচরেও

বরাক তরঙ্গ, ২২ আগস্ট : সদৌ অসম সরকারি এনপিএস কর্মচারী সংস্থার আহ্বানে গোটা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে শিলচরেও একদিবসীয় কর্মবিরতি পালন বিভিন্ন সংস্থা সংগঠনের কর্মকর্তারা। সোমবার কাছাড়ের জেলাশাসক কার্যালয় প্রাঙ্গণে হাতে প্লেকার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন সংস্থার কর্মকর্তারা। নতুন পেনসন স্কিম বাতিল করে অতিসত্বর পুরোনো পেনসন স্কিম বহাল রাখার সরকারের কাছে দাবি জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা।

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তাঁরা জানান, ২০০৫ সনের ফেব্রুয়ারি মাসে যে সব মানুষ অসম সরকারের বিভিন্ন দফতরে নিযুক্তি পেয়েছেন তাঁরা অবসর গ্রহণের পর নতুন পেনসন স্কিমের আওতায় পড়ে ১২০০ থেকে ১৭০০ টাকা করে মাসিক পেনশন পাচ্ছেন। এতে সাধারণ জীবনযাপনের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেছেন তাঁরা। এমতাবস্থায় জাতীয় পেনশন প্রকল্প বাতিলের জোরালো দাবি জানিয়ে সদৌ অসম জেলা প্রশাসন কর্মচারী সংস্থা সহ অন্যান্য বিভিন্ন সংগঠন এক দিবসীয় কর্মবিরতির সমর্থনে এগিয়ে এসে আন্দোলনকে স্বতস্ফুর্ত ভাবে সফল ও সার্থক করে তোলায় সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সংস্থার কর্মকর্তারা। সোমবার রাজ্য সহ গোটা বরাজুড়ে আয়োজিত এ দিনের এই কর্মবিরতি সফল রূপ নেওয়ায়, আগামীতে কিছুটা হলেও সরকারের টনক নড়বে বলে আশা প্রকাশ করেছেন তাঁরা।
প্রতিবেদক : মুন্না আচার্য, শিলচর।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *