জাতীয় গেমসে হারলেন বরাকের কবিতা দেবী, ফাইনালে হিমা

বরাক তরঙ্গ, ৪ অক্টোবর : গুজরাটে চলতি ৩৬ তম ন্যাশনাল গেমসে সুবিধা করতে পারলেন না বরাকের একমাত্র প্রতিনিধি থৌডাম কবিতা দেবী। ফেন্সিংয়ের ইপি ইভেন্টে তিনি যোগ্যতা অর্জন করতে পারেননি। কারণ এখন তিনি সেরা ১২ জনের মধ্যে নেই। আর, গেমসে মোট ১২ জনকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে।

জাতীয় গেমসে হারলেন বরাকের কবিতা দেবী, ফাইনালে হিমা

এদিকে, মঙ্গলবার টিম ইভেন্টে হেরে গেল অসম। সেই দলের হয়ে অংশ নিয়েছিলেন কবিতা। কোয়ার্টার ফাইনালে পরাজিত হয় অসম। ফেন্সিংয়ের ইভেন্টগুলি আয়োজিত হচ্ছে গান্ধীনগরের মহাত্মা মন্দিরে। অন্যদিকে, গান্ধীনগরের আইআইটি গ্রাউন্ডে চলছে অ্যাথলেটিকস। ইতিমধ্যে বেশ কয়েকটি পদক তুলে নিয়েছে অসম। পুরুষদের ১০০ মিটারে সোনা জিতে ভারতের দ্রুততম পুরুষ হয়েছেন অম্লান বরগোঁহাই।

জাতীয় গেমসে হারলেন বরাকের কবিতা দেবী, ফাইনালে হিমা

আজ মহিলাদের ২০০ মিটারের ফাইনালে নামছেন রাজ্যের স্টার তারকা হিমা দাস।
প্রতিবেদক : গুজরাট থেকে ইকবাল লস্কর।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *