জমি কেলেঙ্কারিতে মুখ্যমন্ত্রী পরিবারের জড়িত ঘটনার তদন্তের দাবি তুলল কংগ্রেস

বরাক তরঙ্গ, ১০ জানুয়ারি : জমি কেলেঙ্কারি নিয়ে সরব হল কংগ্রেস। এইচবিএস রিয়েলটর প্রাইভেট লিমিটেড ও অসমের মুখ্যমন্ত্রীর পরিবারের সঙ্গে জড়িত বিশাল জমি কেলেঙ্কারির তদন্তের দাবি জানিয়ে জেলাশাসকের মাধ্যমে রাজ্যপালের উদ্দেশে এক স্মারকপত্র প্রদান করেন শিলচর জেলা কংগ্রেস কমিটির কর্মকর্তারা। সোমবার অসম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশ অনুসারে অসম সরকার ও মুখ্যমন্ত্রী এবং তার পরিবার সম্পর্কিত বিভিন্ন স্লোগান দিয়ে ইন্দিরা ভবন শিলচর থেকে জেলাশাসক কার্যালয়ে পৌছে প্রতিবাদী পদযাত্রা।

জমি কেলেঙ্কারিতে মুখ্যমন্ত্রী পরিবারের জড়িত ঘটনার তদন্তের দাবি তুলল কংগ্রেস

কংগ্রেস কর্মকরতারা জোরালো দাবি তুলেন গৌহাটি হাইকোর্টের একজন বর্তমান বিচারকের মাধ্যমে তদন্তের নির্দেশ দেওয়া এবং কোটি কোটি টাকার বিশাল কেলেঙ্কারিতে জড়িত ব্যক্তিদের সত্যতা খুঁজে বের করার জন্য। বিক্ষোভ মিছিল ও স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন সভাপতি প্রদীপ কুমার দে, বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, প্রাক্তন মন্ত্রী অজিত সিং, প্রাক্তন বিধায়ক ডাঃ রুমি নাথ, পর্যবেক্ষক এপিসিসি অভিজিৎ মুখার্জি, সেক্রেটারি এপিসিসি সঞ্জীব রায়, প্রাক্তন জেলা সভাপতি অরুণ দত্ত মজুমদার, সজল আচার্য, অভিজিৎ পাল, সুজন দত্ত, তমালকান্তি বনিক, সীমান্ত ভট্টাচার্য, পার্থ চক্রবর্তী, দেবদিপ দত্ত, দেবাশিস দেব, হীরক দাস, ভাস্কর দাস, শিলচর টাউন কমিটির সভাপতি অতনু ভট্টাচার্য প্রমুখ।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *