জনসংখ্যা বাড়াতে বিভিন্ন অফার চিনের সরকারি- বেসরকারি সংস্থার

৬ মে : নতুন করে জনসংখ্যা বাড়াতে মরিয়া হয়ে উঠেছে বিশ্বের অন্যতম অর্থনৈতিক পরাশক্তি চিন। শুধু সরকারি উদ্যোগ নয়, বিভিন্ন বেসরকারি সংস্থাও চাইছে নবজাতেকর সংখ্যা বাড়ুক দেশে। আর তাতে কর্মীদের উৎসাহ দিতে নতুন নতুন অফার দেওয়া শুরু হয়েছে। এরই মধ্যে লোভনীয় অফার নিয়ে এসেছে চিনা সংস্থা বেইজিং ডাবেইনং টেকনোলজি গ্রুপ। এই অফারে শুধু নগদ অর্থই নয়, সঙ্গে ছুটিও মিলবে। সবচেয়ে লোভনীয় পুরস্কার তৃতীয় সন্তানের ক্ষেত্রে। এক্ষেত্রে সংস্থাটি দেবে চিনা মুদ্রায় ৯০ হাজার ইয়ান। এছাড়া মহিলা কর্মীদের এক বছর এবং পুরুষ কর্মীদের ক্ষেত্রে নয় মাসের বৈতনিক ছুটি। চিনা সংবাদমাধ্যম অনুযায়ী, প্রথম বা দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও রয়েছে নগদ পুরস্কারের অফার। প্রথম সন্তানের ক্ষেত্রে চার লাখ টাকা আর দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে প্রায় সাত লাখ টাকা দেওয়া হবে।

দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে ১৯৮০ সালে উদ্যোগী হয় চিনা সরকার। প্রত্যেক দম্পতির জন্য একটি সন্তান নির্দিষ্ট করে দেওয়া হয়। ফলে দেশটিতে প্রবীণ নাগরিকের সংখ্যা বেড়ে গেছে। ২০১৬ সালে এক সন্তান নীতি থেকে চিন সরে এলেও সমস্যার সমাধান হয়নি। এই পরিস্থিতিতে সরকারি, বেসরকারি উদ্যোগে নাগরিকদের একাধিক সন্তানের জনক-জননী হওয়ার জন্য উৎসাহ দেওয়া শুরু হয়েছে। এরই অংশ হিসেবে কর্মীদের নানা অফার দিচ্ছে বিভিন্ন সংস্থা।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *