ছাত্রীর মৃত্যুর পর সিদ্ধান্ত, বাইরে আর প্রার্থনা সভা করা যাবে না

বরাক তরঙ্গ, ১০ আগস্ট : হিট স্টোকে ছাত্রীর মৃত্যুর পর স্কুলের প্রার্থনা সভা নিয়ে নয়া সিদ্ধান্ত নিল বিভাগ। গুয়াহাটি মহানগরীর স্কুল পরিদর্শক প্রসন্ন বরার জারি করা নির্দেশ মতে এখন থেকে প্রখর রোদে প্রার্থনা সভা করা যাবে না। পরিবর্তে, ক্লাসরুমে সকালের প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে। গুয়াহাটির সরকারি ও বেসরকারি স্কুলগুলোকে নির্দেশনা মেনে চলতে হবে। তবে বিশেষ দিনে খোলা জায়গায় প্রার্থনা সভা করা যাবে।

উল্লেখ্য, ৬ আগস্ট গুয়াহাটির নিকলস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দশ বছর বয়সী চতুর্থ শ্রেণির ছাত্রী স্নিগ্ধাশিখা দাস হিট স্ট্রোকে মারা যায়। ৪ আগস্ট প্রচণ্ড রোদে এক ঘন্টা প্রার্থনা করার সময় অজ্ঞান হয়ে পড়ে যায় স্নিগ্ধা। দু’দিন পর অর্থাৎ ৬ আগস্ট জিএমসিএইচতে চিকিৎসারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে ছাত্রী। কালা পাহাড়ের সহদেব দাস ও মিনু দাসের মেয়ে স্নিগ্ধাশিখা। তাই গরমের হাত থেকে শিক্ষার্থীদের বাঁচাতে এই সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বিভাগ।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *