চিনকে জবাব দিতে সামরিক মহড়া শুরু করলো তাইওয়ান

১০ আগস্ট : চিনকে পালটা জবাব দিতে এবার তাইওয়ানও মহড়া শুরু করেছে। মঙ্গলবার তাইওয়ানের সামরিক বাহিনী সরাসরি আর্টিলারি মহড়া চালিয়েছে। এ ব্যাপারে তাইওয়ানের তাইওয়ানের অষ্টম সেনা কর্পোরেশনের মুখপাত্র জানান, চিনের বিশাল যুদ্ধ মহড়া প্রতিক্রিয়ায় তাইওয়ানও প্রতিরোধমূলক মহড়া শুরু করেছে। দক্ষিণ তাইওয়ানের পিন্টুংগ নামক এলাকায় মঙ্গলবার ভোর চারটা থেকে এ মহড়া শুরু হয়। তবে ঘণ্টাখানেক পরেই মহড়া শেষ হয়।

তাইওয়ান আগামী বৃহস্পতিবার আরেকটি সামরিক মহড়া চালাবে বলে জানা গেছে। এ মহড়ায় শত শত সেনা এবং প্রায় ৪০টি হাউইটজার অন্তর্ভুক্ত থাকবে। চিনের আপত্তি সত্ত্বেও তাইওয়ান সফর করেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। এ সফরের নিন্দা জানিয়ে বেইজিং এ যাবতকালের সবচেয়ে বড় সামরিক মহড়ার ঘোষণা দেয়। ন্যান্সি পেলোসি তাইওয়ান ত্যাগ করার সঙ্গে সঙ্গেই শুরু হয় চিনের সামরিক বাহিনী মহড়া।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *