চার মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান হাফসা ফাউন্ডেশনের

বরাক তরঙ্গ, ২৯ আগস্ট : তিন মেধাবী পড়ুয়াকে স্নাতকের তিন বছর পর্যন্ত বৃত্তি প্রদান করছে হাফসা ফাউন্ডেশন। সোমবার রাজঘাট হাফসা ফাউন্ডেশন এক অনুষ্ঠানের মাধ্যমে বামের মেধাবী শিক্ষার্থীদের এই বৃত্তি প্রদান করে। কটন বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ স্নাতক কোর্সের জন্য বৃত্তি হিসেবে প্রতি মাসে এক হাজার টাকা প্রদান করা হবে। বৃত্তি প্রাপকরা হলেন সাহিন আহমেদ লস্কর (ফ্রেঞ্চ নগর), আশাদ হোসেন লস্কর (ফ্রেঞ্চনগর এফভি) ও নিয়ামুল আহমেদ লস্কর (লাইলাপুর)। তারা ২০২২ সালে এমএ লস্কর সিনিয়র মাধ্যমিক বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উজ্জ্বল ফলাফলের সঙ্গে পাস করে ছিলেন এবং উচ্চ শিক্ষার জন্য কটন বিশ্ববিদ্যালয়ে বিএ প্রথম সেমিস্টারে ভর্তি হয় তারা।

চার মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান হাফসা ফাউন্ডেশনের

এ ছাড়াও এমএ লস্কর সিনিয়রের ১ম বর্ষের ছাত্র খাসপুরের সাহাজুল আলম লস্করকেও মাসে ৫০০ টাকা করে দুই বছর বৃত্তি প্রদান করা হবে। এ দিন অনুষ্ঠানের মাধ্যমে মেধাবী ছাত্রদের হাতে বৃত্তি অ্যাওয়ার্ড লেটার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন এমসিডি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সাবির আহমেদ চৌধুরী এবং জিসি কলেজের সহকারী অধ্যাপক ড. শাহারুল ইসলাম চৌধুরী।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *