চব্বিশ ঘন্টার মধ্যেই পিচ ওঠে গেল, কাজ বন্ধ করে দিলেন বাজারিছড়ার জনগণ

বরাক তরঙ্গ, ২৪ ডিসেম্বর : সড়কের পিচ ২৪ ঘন্টার মধ্যে ওঠে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় জনগণ। বাজারিছড়া মাকুন্দা ভায়া চন্দ্রপুর সড়ক নির্মাণের কাজে অনিয়ম ও দুর্নীতি জনসমক্ষে বেরিয়ে আসে। বৃহস্পতিবার দিনভর বাজারিছড়া এলাকার সচেতন লোকেরা সড়ক নির্মাণ কাজের দায়িত্বে থাকা ব্যক্তির সঙ্গে কথা বলে কোন সদুত্তর না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন রাজু দাস, অবেদ হালাম, শুবন সূত্রধর, মুন্না পাল, প্রদীপ আচার্য, জসিম উদ্দিন, গৌরা দত্ত, বিপ্লব পাল, রুপন পৌদ্দার সহ স্থানীয়রা। তারা সংবাদ কর্মীদের ডেকে সদ্য কাজ হওয়া সড়কের দুর্নীতির বাস্তব চিত্র তুলে ধরেন। বিভাগিয় কর্মীর উপস্থিতিতে নিম্নমানের কাজ হচ্ছে বলে অভিযোগ তাদের।

চব্বিশ ঘন্টার মধ্যেই পিচ ওঠে গেল, কাজ বন্ধ করে দিলেন বাজারিছড়ার জনগণ
ক্ষুব্ধ জনতা রাস্তার মেরামতের নমুনা তুলে ধরছেন।

বুধবার রাতে বসানো পিচ মেশানো পাথর বৃহস্পতিবার সকালে মানুষের হাঁটাফেরা ও গাড়ি চলাচলে উঠে যাচ্ছে। এতে বাধ্য হয়ে বৃহস্পতিবার রাতে অটো চালক সহ স্থানীয় জনগণ কাজ বন্ধ করে দেন। তারা এও বলেন, যদি সড়কটির কাজ সঠিক ভাবে না হয় তাহলে আগামী দিনে গনতা‌ন্ত্রিক ভাবে সড়ক সংস্কারের দাবিতে আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে আইনি পথে হাঁটতে পিছপা হবেন না বলে হুঁশিয়ারি দেন।
উল্লেখ্য, বাজারিছড়া মাকুন্দা চন্দ্রপুর শ্রীনগর রোডের কাজের জন্য এসপিওডি-জি আওতাধীন ২০১৯-২০ বর্ষের এক কোটি এগা‌রো লক্ষ চার হাজার সাতশ চৌশষ্টি টাকা বরাদ্দ হয়েছে।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, পাথারকান্দি।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *