গুলশন আরার প্রচারে কমলাক্ষ-মিসবা-খলিল- তমাল, জয়ী করার আহ্বান

বরাক তরঙ্গ, ২৬ সেপ্টেম্বর : সোনাই বিধানসভা কেন্দ্রের সোনাবাড়িঘাট জিপির সভাপতি পদের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর প্রচারে নামলেন একঝাঁক নেতা-বিধায়করা। রবিবার সন্ধ্যারাতে সোনাবাড়িঘাট বাজারে দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনী জনসভায় অংশ নিলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, জেলা কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি তমালকান্তি বণিক। তারা উপ নির্বাচনে কংগ্রেস প্রার্থী গুলশন আরা চৌধুরীরকে ভোট দেওয়ার আহ্বান জানান। মণ্ডল কংগ্রেস সভাপতি আজিজুর রহমান চৌধুরীর পৌরহিত্যে জনসভায় দেশের বর্তমান পরিস্থিতির গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন। পাশাপাশি সোনাই বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়াকে টার্গেট করে বক্তব্য রাখেন নেতা-বিধায়করা।

গুলশন আরার প্রচারে কমলাক্ষ-মিসবা-খলিল- তমাল, জয়ী করার আহ্বান
বক্তব্য রাখছেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ।

কমলাক্ষ তাঁর বক্তব্যে সোনাই বিধায়কের কার্যকলাপে উদ্বেগ প্রকাশ করে বলেন, বরাকবাসীর কৃষি সম্বল সুপারি বিক্রি সমস্যা নিয়ে বিধানসভায় তিনি সরব হয়ে ছিলেন। তৎসঙ্গে কংগ্রেসি বিধায়করাও সরব হন। কিন্তু এআইইউডিএফ দলের বিধায়করা সরব হননি। উপনির্বাচনে বিধায়ক করিম উদ্দিন লস্করকে এসব কাণ্ডের জবাব দিতে কংগ্রেস প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান। বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, কাটিগড়ার বিধায়ক খলিল মজুমদার প্রয়াত সর্বভারতীয় জননেতা ময়ীনুল হক চৌধুরীর জন্মমাটি সোনাবাড়িঘাট জিপিতে কংগ্রেস প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

গুলশন আরার প্রচারে কমলাক্ষ-মিসবা-খলিল- তমাল, জয়ী করার আহ্বান
কাটিগড়া বিধায়ক খলিল উদ্দিন মজুমদার বক্তব্য রাখছেন।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা কংগ্রেস সভাপতি তমালকান্তি বণিক, জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক জলাল মজুমদার, সোনাই যুব কংগ্রেস সভাপতি ইজাজ আহমদ লস্কর, ব্লক কংগ্রেস সভাপতি খসরু আলম চৌধুরী, ব্লক কংগ্রেস ওয়ার্কিং সভাপতি জিয়া উদ্দিন মজুমদার, ব্লক কংগ্রেস সহ-সভাপতি ফয়জুর রহমান লস্কর, সৈদপুর জিপি সভাপতি রফিকুল ইসলাম বড়ভূইয়া। সব বক্তা ময়ীনুল চৌধুরীর দোহাই দিয়ে কংগ্রেস প্রার্থী গুলশন আরা চৌধুরীকে জয়ী করার আহ্বান জানান।

গুলশন আরার প্রচারে কমলাক্ষ-মিসবা-খলিল- তমাল, জয়ী করার আহ্বান

সভা সঞ্চালনা করেন ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক বাবুল আহমেদ বড়ভূইয়া।
প্রতিবেদক : নিপ্পু লস্কর, সোনাই।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *