গঙ্গানগর ও ভুবনহিলে দুটি মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্মাণ কাজের সূচনা

বরাক তরঙ্গ, ২১ এপ্রিল : পালংঘাট আইসিডিএসের অন্তর্গত গঙ্গানগর জিপির ৪০ নম্বর ভুবনখাল অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও ভুবনহিল জিপির ৫১ নম্বর গঙ্গানগর নবম খণ্ড অঙ্গনওয়াড়ি কেন্দ্র দু’টিতে মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্মাণ কাজের সুচনা হলো বুধবার। এদিন পালংঘাট আইসিডিএসের প্রজেক্ট অফিসার এসিএস কে চেংসেন, জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিদ্বার্থ ভট্টাচার্য, মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ধলাই ভিত্তিক চেয়ারম্যান বিভাশরঞ্জন দেব, বিজেপির পালংঘাট মণ্ডল সভাপতি সোমেন দাশ প্রমুখ ব্যক্তিদের উপস্থিততে তথ্য ফলক উন্মোচন করে মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র দুটির নির্মাণ কাজের সূচনা করেন পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস।

এদিন ভুবনখাল এমই স্কুল ও ১২২৯ নম্বর গঙ্গানগর এলপি স্কুলে পৃথক পৃথক সভা অনুষ্ঠিত হয়। এতে নির্মাণ কাজের বিবরণ তুলে ধরেন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ ভট্টাচার্য। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজেপির জেলা ওবিসি মোর্চার সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ, সুবোধরঞ্জন দাস, সোমেন দাস, নীহার শুক্লবৈদ্য প্রমূখ।
প্রতিবেদক : দেবু দাশ ধলাই।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *