কয়লার অভাবে বন্ধ হওয়ার মুখে হাইলাকান্দির ইটভাটা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

বরাক তরঙ্গ, ২০ ডিসেম্বর : কয়লার অভাবে ইট তৈরি হচ্ছে না হাইলাকান্দিতে। ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছেন ইটভাটার মালিকরা যেমন তেমনই ভাটার উপর নির্ভর বিভিন্ন ব্যবসার লোকেরাও। এ ছাড়াও বাড়ছে ইটের দাম। সরকারি দামের সঙ্গে ধরছে ফারাক। এ নিয়ে ভাটিরকুপা জিপির সভাপতি নুরুল হক লস্কর বলেন, কয়লার অভাবে ইটের দাম বেড়েছে। কিন্তু সরকারিভাবে ইটের দাম বাড়েনি। প্রধানমন্ত্রী আবাস যোজনা নির্মাণে এক হাজার ইটের দাম ধরা হয়েছে প্রায় ৮ হাজার টাকা। অথচ হাইলাকান্দিতে একহাজার ইট প্রায় ১২ হাজার টাকা দামে বিক্রি হচ্ছে। ইটের মূল্যবৃদ্ধির মূলে রয়েছে কয়লার অভাব। তিনি বলেন, কয়লার অভাবে ইটের মূল্যবৃদ্ধিতে হাইলাকান্দিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজকর্ম স্তদ্ধ হয়ে পড়েছে। গরীব মানুষ পিএমএওয়াইর সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এও বলেন, কয়লার অভাবে ভাটিরকুপা সহ হাইলাকান্দিতে ইটভাটা বন্ধ হওয়ার মুখে। ভাটা বন্ধ হলে শত শত শ্রমিক কর্মহীন হয়ে পড়বেন।এতে সরাসরি গরীব মানুষের ওপর কোপ পড়বে।

কয়লার অভাবে বন্ধ হওয়ার মুখে হাইলাকান্দির ইটভাটা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

বরাকভ্যালি সোশ্যাল অ্যান্ড ইয়ুথ অ্যাসোসিয়েসনের সভাপতি কামিল আহমেদ লস্কর, সাধারণ সম্পাদক সাবির আহমেদ মজুমদার, নিজু মজুমদার, মেহবুব আহমেদ মজুমদারা বলেন, কয়লার অভাবে সময়মত ইট পুড়াতে না পেরে বৃষ্টিতে ভিজে ইটের ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়েছে ভাটার মালিকদের। কাছাড়, করিমগঞ্জের ভাটার মালিকদের মত কয়লার অভাবে হাইলাকান্দির মালিকরাও চরম বিপাকে পড়েছেন। ওই সমস্যা সমাধানে অসমের মুখ্যমন্ত্রী ও পরিবহন মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *