ক্যান্সার আক্রান্ত পুতিন, ছাড়ছেন ক্ষমতা

৪ মে : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্যান্সার আক্রান্ত হয়ে ক্ষমতা ছেড়ে দিচ্ছেন। এছাড়া অস্ত্রোপচার এবং চিকিৎসার জন্য দ্রুত লোকচক্ষুর আড়ালে চলে যাবেন। পাঁচটি দেশের গোয়েন্দা সংস্থার বরাতে এমন দাবি করা হয়েছে মেসেজিং অ্যাপ টেলিগ্রামে। আর তা নিয়েই বিশ্ব মিডিয়ায় এখন তুঙ্গে জল্পনা- কল্পনা। গত মার্চ মাসে পাঁচ দেশের গোয়েন্দা জোট ‘ফাইভ আইজ’ পুতিন ক্যান্সারে আক্রান্ত বলে দাবি করে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, ব্রিটেন ও যুক্তরাষ্ট্র- এই পাঁচটি দেশের গোয়েন্দাদের জোট ‘ফাইভ আইজ’। সেই জোটের দাবি, পুতিনের সাম্প্রতিক ফুটেজ থেকে মনে হচ্ছে, তার শরীরে একটা ফোলা ভাব রয়েছে। এমনকি তাকে কিছুটা অস্বাভাবিক আচরণ করতে দেখা যাচ্ছে। রুশ প্রেসিডেন্টের আচরণ সব মিলিয়ে অনেকটাই অসংলগ্ন।

ক্যান্সার জাতীয় কোনও গুরুতর অসুখের সাথে ডিমেনশিয়া অর্থাৎ স্মৃতিভ্রংশের অসুখেও ভুগছেন পুতিন। এই অসুস্থতার কারণেই শেষ পর্যন্ত ইউক্রেনে হামলার সিদ্ধান্ত নিয়েছেন পুতিন, এমনটাই দাবি ওই গোয়েন্দা জোটের। অস্ত্রোপচারের জন্য লোকচক্ষুর আড়ালে চলে গেলে পুতিনের অনুপস্থিতিতে দেশের নিয়ন্ত্রণ থাকবে রুশ নিরাপত্তা পরিষদের প্রধান নিকোলাই পেত্রোশেভের হাতে। যিনি ইউক্রেন অভিযানের আসল কারিগর। সোভিয়েত আমলে গোয়েন্দা সংস্থা কেজিবির প্রধান ছিলেন তিনি। তারপর রুশ গোয়েন্দা সংস্থা এফএসবি’র প্রধান পদেও বসেন পেত্রোশেভ।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *