কেন্দ্রীয় মন্ত্রীর নাতনিকে গুলি করে হত্যা
১০ এপ্রিল : কেন্দ্রীয় মন্ত্রীর নাতনিকে গুলি করে হত্যা করা হল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বিহারের আটারি ব্লকের তেতুয়া গ্রামে। কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঞ্জির নাতনিকে গুলি করে হত্যা করা হয়েছে। মৃতার নাম সুষমা দেবী। এ ঘটনায় সুষমা দেবীর স্বামী রমেশকে অভিযুক্ত করা হয়েছে।
এমতাবস্থায়, পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছে। এছাড়াও, অভিযুক্ত স্বামীর খোঁজে অভিযান চালানো হচ্ছে বলেও জানা গিয়েছে।
সুষমা আটারি ব্লকে ‘বিকাশ মিত্র’ হিসেবে কাজ করতেন। এদিকে, অভিযুক্ত রমেশ পাটনায় ট্রাক চালান।
জানা গিয়েছে, বুধবার দুপুর ১২টা নাগাদ এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত রমেশ সুষমাকে গুলি করে পিস্তলটি ফেলে দিয়ে চম্পট দেন। গুলির শব্দ শুনে, স্থানীয় মানুষেরা সুষমার বাড়িতে পৌঁছে দেখেন যে, সুষমা ঘরে পড়ে রয়েছেন।
তারপরেই সুষমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই, পুলিশ মামলার তদন্ত শুরু করেছে। এমতাবস্থায়, এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই সমগ্র গ্রামে তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে, ১৪ বছর আগে রমেশ ও সুষমা অসবর্ণ বিবাহ করেছিলেন।