কৃষ্ণপুর-ভৈরবনগর জিপিতে কৃষকদের নিয়ে সভা

বরাক তরঙ্গ, ২৭ এপ্রিল : সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে কাজ করছে। তার জন্য কৃষকদের একাধিক প্রকল্প হাতে নিয়েছে। কৃষকদের ওইসব প্রকল্পের সুযোগ গ্রহণের আহ্বান জানালেন কৃষ্ণপুর -ভৈরবনগর জিপি সভাপতি হিফজুর রহমান বড়ভূইয়া। বুধবার কৃষ্ণপুর -ভৈরবনগর জিপি কার্যালয়ে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার উপর এক বিশেষ গ্রামসভা অনুষ্ঠিত হয়। সভায় এই রাজু সিনহা বলেন, মাত্র এক টাকায় একজন কৃষক ৭ বিঘা পযন্ত জমির বিমা লাভ করতে পারবেন। প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন তিনি।

কৃষ্ণপুর-ভৈরবনগর জিপিতে কৃষকদের নিয়ে সভা

এতে উপস্থিত ছিলেন এডিও মৃদুপ্রবণ  দাস, জিপি সচিব আলতাফ হোসেন বড়ভূইয়া, রেহিম উদ্দিন লস্কর, বিজেপি নেতা নুরুল আলম বড়ভূইয়া, এআইইউড়িএফের কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়ছল বড়ভূইয়া  প্রমুখ। সভায় শতাধিক কৃষক অংশ নিতে দেখা গেছে।
প্রতিবেদক : জাকুয়ান আহমেদ, বড়খলা।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *