কিয়েভের বাসিন্দাদের শহর ছাড়তে বললো রাশিয়া, সিদ্ধান্ত ছাড়াই বৈঠক সমাপ্ত

১ মার্চ : রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পঞ্চম দিনে দেশটির রাজধানী কিয়েভের বাসিন্দাদের শহর ছাড়ার অনুরোধ জানিয়েছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ অনুরোধ জানায়। আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকভ এক টেলিভিশন ভাষণে বলেন, আমরা কিয়েভের বাসিন্দাদের অনুরোধ করছি একটি নির্দিষ্ট পথ ধরে শহর ছেড়ে যাওয়ার জন্য যেন আমরা তাদের নিরাপত্তা দিতে পারি। আমি আবার বলছি, রাশিয়ার সেনারা শুধু সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করছে। গত বৃহস্পতিবার থেকে দেশটিতে ভয়াবহ সংঘাত চলছে দুই বাহিনীর মধ্যে। ইউক্রেনের দাবি, হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত পাঁচ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে। এদিকে রাশিয়ার পক্ষ থেকে হতাহতের বিষয়ে স্বীকারোক্তি আসলেও কোনো সংখ্যা জানায়নি দেশটি।

এ দিকে, বেলারুশের গোমেল অঞ্চলে অনুষ্ঠিত ইউক্রেন ও রাশিয়ার প্রথম দিনের বৈঠকটি কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক জানান, আজ সবাই নিজ দেশে ফিরে গিয়ে নিজেদের মধ্যে বিস্তারিত আলোচনা করে দ্বিতীয়বারের মতো বৈঠকে বসবেন।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *