কালীগঞ্জে টিলা ধসে মৃত্যু শিশুকন্যার

বরাক তরঙ্গ, ১৮ জুন : কালীগঞ্জ এলাকার দলফা গ্রামে টিলা ধসে এক শিশুকন্যার মৃত্যু ঘটে। শনিবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয়। এ দিন সকাল সাতটা নাগাদ কালীগঞ্জ এলাকার বানিয়ারগুল দলফা গ্রামের জমিল আহমদের শিশুকন‍্যা হামিদা বেগম বাড়ির সামনে তাদের ফিসারী দেখতে এলে আচমকা ভাবে টিলা ভেঙ্গে ধস নেমে পড়ে শিশুটির উপর। ঘটনার খবর পেয়ে পিএসডি ঘোড়ামারা আঞ্চলিক আমসুর এক প্রতিনিধি দল কালীগঞ্জ পুলিশ ফাড়ির ইনচার্জ জয়সিংহকে অবগত করালে তিনি সঙ্গে সঙ্গে নিলামবাজার সিও ও করিমগঞ্জ এসপিকে ঘটনাটি জানান। পরে নিলামবাজার সিও এবং কালীগঞ্জ পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে ঘোড়ামারা আঞ্চলিক আমসুর সদস‍্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। গ্রামবাসী ও ঘোড়ামারা আমসুর সদস‍্যরা প্রায় একঘন্টা মাটি কেটে শিশুটিকে মৃত উদ্ধার করেন। উদ্ধারের পর মরদেহকে কালীগঞ্জ পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। সেখান থেকে ময়নাতদন্তের জন‍্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয়। হত শিশুর পরিবারকে আর্থিক সাহায্যের জন্য জেলা প্রশাসনের কাছে দাবি জানান সংগঠনের পক্ষ থেকে  সভাপতি আফজল হোসেন।

কালীগঞ্জে টিলা ধসে মৃত্যু শিশুকন্যার

এ দিকে, আফজল সহ জরির আহমদ, নজরুল ইসলামরা জানান, গত দুই/তিনদিন থেকে ভারি বৃষ্টির ফলে টিলা এলাকায় মাটি নরম হয়ে ক্রমশ ধস নামছে। এরমধ্যেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। এই মর্মান্তিক ঘটনায় নিহত শিশুর প্রতি গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানান।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *