কালাইনে স্বাস্থ্য মেলায় ব্যাপক সাড়া, কাল বড়খলায়

বরাক তরঙ্গ, ২১ এপ্রিল : বৃহস্পতিবার কালাইন বাগান এলপি স্কুলের অনুষ্ঠিত স্বাস্থ্য মেলায় ১০০৭ জন রোগীকে পরীক্ষা করে বিনামূল্যে ওষুধপত্র বণ্টন করা হয়। মেলায় ৭৭৯ জনকে আয়ুষ্মান ভারত হেলথ কার্ডের অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়। এতে ডায়াবেটিস এবং হাইপারটেনশনের রোগী সনাক্ত করতে খোলা কাউন্টারের ২৮ জনকে সনাক্ত করা হয়। মেলায় ৭ জন বিশেষজ্ঞ ডাক্তার সহ মোট ১৪ জন ডাক্তার অংশ নেন। সব রোগীকে প্যাথলজিক্যাল সব ধরনের টেস্ট করা হয় বৃহস্পতিবারের স্বাস্থ্য মেলায়। এতে বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধপত্র বণ্টন করেন।

শুক্রবার অর্থাৎ ২২ এপ্রিল বড়খলার ৬৭২ নং বিজয়পুর এলপি  স্কুলে স্বাস্থ্যমেলার আয়োজন করা হয়েছে। এরপর ২৩ এপ্রিল সোনাই হাসপাতালের অধীন কচুদরম মডেল হাসপাতালে, ২৪ এপ্রিল হরিনগর হাসপাতালে অধীন বড়থল বাগান  হাসপাতালে এবং ২৫ এপ্রিল ধলাই হাসপাতালের নতুন ভবনে স্বাস্থ্য মেলার আয়োজন করা হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত এই সব মেলায় বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে রোগীর পরীক্ষা করে বিনামূল্যে ওষুধপত্র বণ্টন করা হবে।স্বাস্থ্য বিভাগ থেকে প্রচারিত এক আবেদনে জেলার জনসাধারণকে এই স্বাস্থ্য শিবির গুলির সুযোগ নেওয়ার আবেদন জানানো হয়েছে।
প্রতিবেদক : জনসংযোগ, শিলচর।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *