কাপ্তাপুরে টিকেন্দ্রজিৎ আর লক্ষীপুরে থাঙালের মূর্তি উন্মোচন করলেন কৌশিক রাই

বরাক তরঙ্গ, ১৩ আগস্ট : শহিদ দিবসে থাঙ্গাল জেনারেল ও টিকেন্দ্রজিতের মূর্তির আবরণ উন্মোচন করলেন বিধায়ক কৌশিক রাই। শনিবার তিনি লক্ষীপুর বাইপাসে থাঙাল জেনারেলের পূর্ণাবয়ব ও কাপ্তানপুরে টিকেন্দ্রজিতের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন।

লক্ষীপুরে থাঙাল জেনারেল স্ট্যাচু উন্মোচন কমিটির ব্যবস্থাপনায় টিকেন্দ্রজিৎ ও থাঙ্গাল জেনারেলের আত্মবলিদান দিবস উপলক্ষে সকাল ৭ টায় লক্ষীপুর শহরে থাকা বীর টিকেন্দ্রজিৎ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর স্থায়ী মূর্তিতে মাল্যদান ও পুস্পার্ঘ অর্পন করা হয়। এছাড়াও লক্ষীপুর থেকে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা টি লক্ষীপুর থেকে শুরু হয়ে ফুলেরতল বাইপাসে থাঙ্গাল জেনারেলের স্ট্যাচুর সামনে এসে সমাপ্ত হয়। এরপর আনুষ্ঠানিক উন্মোচন করেন বিধায়ক কৌশিক রাই।

কাপ্তাপুরে টিকেন্দ্রজিৎ আর লক্ষীপুরে থাঙালের মূর্তি উন্মোচন করলেন কৌশিক রাই

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলাশাসক রোহনকুমার ঝা।  উন্মোচনের পর ফুলেরতল মাল্টিপারপাস হলে এক সভা অনুষ্ঠিত হয়। নিরঞ্জন সিংহের পৌরহিত্য অনুষ্ঠিত সভায় প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক কৌশিক রাই। সভায় স্বাগত ভাষণ দেন নদীয়া চান্দ সিংহ । সভার মুখ্য আলোচক তথা শিলচর গুরু চরন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক বাবাচন্দ্র সিংহ বক্তব্য রাখতে গিয়ে থাঙ্গাল জেনারেলের জীবনী তুলে ধরেন। তিনি বলেন থাঙ্গাল জেনারেলের জন্ম হয় ১৮০৬ সালে এবং তিনি শহুদ হন ১৩ আগস্ট। ১৮৯১ সালে ১৮০৬ সালে মনিপুর রাজ্যের ইম্ফলে তার জন্ম হয়। তিনি ছিলেন একজন আর্মি কিন্তু দেশের জন্য লড়াই করে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়।  সভায় বক্তব্য রাখেন কে শরৎ সিংহ , লক্ষীপুর পুরসভার চেয়ারম্যান মৃনাল কান্তি দাস , রিনা সিংহ, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন লক্ষীপুর আঞ্চলিক কমিটির সভাপতি শিল্পজিৎ পাল, মহকুমাধিপতি সুদীপ নাথ, রূপেশ বর্মন, অধ্যাপক ভেলেম পুলামতে আর কে সানাহাল প্রমুখ।

কাপ্তাপুরে টিকেন্দ্রজিৎ আর লক্ষীপুরে থাঙালের মূর্তি উন্মোচন করলেন কৌশিক রাই

এ দিকে, ১৩১ তম মৃতু বার্ষিকীতে  শহিদ বীর টিকেন্দ্রজিতের মূর্তি বসল কাপ্তানপুর প্রথম খণ্ডে। এদিন প্রদীপ প্রজ্জলন ও ফিতা কেটে মূর্তির আবরণ উন্মোচন করেন লক্ষীপুরের বিধায়ক কৌশিক রাই। এরপর শিক্ষাবিদ মোহন চন্দ্র সিংহের পৌরোহিত্বে সভায় বক্তব্য  রাখতে গিয়ে বিধায়ক কৌশিক বলেন, টিকেন্দ্রজিত শুধু মনিপুরি সমাজের নয়, সমস্ত সমাজের মানুষের কাছে স্বাধীনতার বীর সেনানী। মূর্তি নির্মাণের জন্য ১ লক্ষ টাকা দিয়েছিলেন আগমীতে আরও ১ লক্ষ টাকা দেওয়ার কথা জানিয়েছেন। এছাড়া সভায় মণিপুরি ডেভলাপমেন্ট সোসাইটির চেয়ারম্যান রীনা সিংহ, মণিপুর বিজেপির সহ-সভাপতি  কে শরৎ কুমার সিংহ সহ গুনীজনেরা উপস্তিত ছিলেন।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *