কাছাড় ও হাইলাকান্দিতে ১৪৪ ধারায় পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ নিষিদ্ধ

বরাক তরঙ্গ, ১২ জুন : কাছাড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেলায়  ফৌজদারি দন্ডবিধির ১৪৪ ধারা অনুসারে অনুমতি ছাড়া সভা-সমিতি রেলি বিক্ষোভ মিছিল ইত্যাদি প্রতিবাদী কার্যসূচি নিষিদ্ধ ঘোষণা করেছেন। রবিবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপক জিডুঙ শিলচরে এই মর্মে এক আদেশ জারি করেছেন। এতে বলা হয়েছে গত কিছুদিন থেকে জেলায় বিভিন্ন সংস্থা সংগঠন প্রতিবাদী বিভিন্ন কর্মসূচি ডাক দেওয়ার ফলে আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কার পরিপ্রেক্ষিতে তা প্রতিরোধে এই আদেশ জারি করা হয়েছে। এই আদেশে পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ সমগ্র জেলায় নিষিদ্ধ থাকছে। এতে লাঠি দা ইত্যাদি যা প্রাণঘাতী অস্ত্র হিসাবে ব্যবহার হতে পারবে তা নিয়ে চলাফেরা করতে নিষেধ করা হয়েছে। এছাড়া আতশবাজি পোড়ানো এবং অনুমতি ছাড়া লাউডস্পীকার মাইক বা শব্দ সৃষ্টিকারী কোন যন্ত্রের ব্যবহারও সমগ্র জেলাজুড়ে নিষিদ্ধ থাকছে। তবে  আর্মি প্যারা-মিলিটারি ফোর্স, ডিউটিতে থাকা পুলিশের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সমগ্র জেলায় এই  নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

এ দিকে হাইলাকান্দির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেলায় আইন-শৃঙ্খলা অক্ষুন্ন রাখতে ফৌজদারি দণ্ডবিধির ১৪৪ ধারার অধীন জেলায় সভা, সমিতি, মিছিল, লিফলেট বিতরণ  ইত্যাদিতে নিষেধাজ্ঞা জারি করেছেন।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সপ্তদী এন্দো রবিবার এই মর্মে এক আদেশ জারি করেছেন। এতে বলা হয়েছে, দেশের জনৈক লিডারের বিতর্কিত একটি মন্তব্যের পরিপ্রেক্ষিতে দেশজুড়ে চলা বিক্ষোভ প্রতিবাদী আন্দোলনের প্রেক্ষিতে হাইলাকান্দি জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অক্ষুন্ন রাখতে এই আদেশ জারি করা হয়েছে। জনসাধারণের শান্তি ভঙ্গের আশংকায় তা প্রতিরোধ করতে জেলা জুড়ে ১৪৪ ধারা জারি করে মিছিল সমাবেশ/ধর্না/লিফলেট/ব্যানার এবং পোস্টার বিতরণ ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই আদেশ লঙ্ঘন করা হলে ইন্ডিয়ান পেনাল কোডের ১৮৮ ধারায় লিগেল অ্যাকশন নেওয়া হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে।পরবর্তী আদেশ না দেওয়া  পর্যন্ত সমগ্র জেলায় ওই নিষেধাজ্ঞা বহাল থাকবে। করিমগঞ্জেও একই ভাবে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *