করিমগঞ্জে আজমলের বিরুদ্ধে প্রতিবাদের ঝড়, একাধিক মামলায় 

বরাক তরঙ্গ, ৩ ডিসেম্বর : হিন্দু ধর্মালম্বীদের নিয়ে অশালীন মন্তব্যে করিমগঞ্জ জেলা বিজেপি সহ একাধিক মামলা পড়ল দল সাংসদ মওলানা বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে। শনিবার করিমগঞ্জ সদর থানায় এজাহার দায়ের করেছেন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য। এজাহারের প্রতিলিপি পাঠিয়েছেন করিমগঞ্জের পুলিশ সুপারের উদ্দেশ্যেও। এ ছাড়া কংগ্রেসে মাইনরিটি সেলের চেয়ারম্যান আহাদ উদ্দিন তালুকদার এবং এনএসইউআই আই টি সেলের চেয়ারম্যান শুভজিৎ চক্রবর্তী যৌথভাবে এজাহার দায়ের করেন করিমগঞ্জ সদর থানায়। নিলামবাজার থানায়ও এনিয়ে মামলা হয়েছে। করেছেন বিজেপি নেত্রী শিপ্রা গুন।

করিমগঞ্জে আজমলের বিরুদ্ধে প্রতিবাদের ঝড়, একাধিক মামলায় 

এ ছাড়া একাধিক দল সংগঠন স্থানে স্থানে বিক্ষোভ কুশপুতুল দাহ করা হয়। এ দিকে আগামী ২৪ ঘন্টার মধ্যে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির কার্যনির্বাহী সভাপতি কমলাক্ষ দে পুরকায়স্থ। তিনি বলেন, হিন্দিতে বক্তব্য না দিলে গুজরাটিরা বুঝবে কিভাবে ? গুজরাটের বিধানসভা ভোটে বিজেপিকে সুবিধা করে দিতে বদরুদ্দিন আজমল সমগ্র সনাতন ধর্মাবলম্বীদের অপমান করেছেন বলেন অভিযোগ তুলেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির কার্যনির্বাহী সভাপতি তথা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। এহেন মন্তব্যে তীব্র ভাষায় নিন্দা জানান তিনি।

করিমগঞ্জে আজমলের বিরুদ্ধে প্রতিবাদের ঝড়, একাধিক মামলায় 

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *